ঢাকা, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২

স্বামীর আ’গু’নে পু’ড়ে গেলেন মা-ছেলে

২০২৫ অক্টোবর ২৯ ১৪:২১:৫৫

স্বামীর আ’গু’নে পু’ড়ে গেলেন মা-ছেলে

নিজস্ব প্রতিবেদক :নরসিংদীতে পারিবারিক কলহের জেরে স্বামীর দেওয়া আগুনে দগ্ধ হয়ে মা-ছেলের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন রিনা বেগম (৩৮) ও তাঁর ছেলে ফরহাদ (১৫)। মঙ্গলবার (২৮ অক্টোবর) ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় দুজনেই মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার।

পুলিশ জানায়, গত ২৩ অক্টোবর রাত দুইটার দিকে পারিবারিক বিরোধের কারণে ফরিদ মিয়া তার স্ত্রী রিনা বেগম, ছেলে ফরহাদ ও শ্যালিকার ঘরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে বাইরে থেকে তালাবদ্ধ করে পালিয়ে যায়। স্থানীয়রা টিনের বেড়া ভেঙে দগ্ধদের উদ্ধার করে। গুরুতর অবস্থায় রিনা ও ফরহাদকে ঢাকায় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তারা মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় ২৫ অক্টোবর রায়পুরা উপজেলার বারৈচা এলাকা থেকে অভিযুক্ত ফরিদ মিয়াকে আটক করে নরসিংদী মডেল থানা পুলিশ। বর্তমানে তিনি জেলহাজতে রয়েছেন। অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান, মামলাটি তদন্তাধীন রয়েছে এবং ফরিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত