ঢাকা, রবিবার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২
ঢাবি ক্যাম্পাসে প্রবেশ করলেই মনে হয় নিজের ঘরে এসেছি: আবদুল বারী ড্যানী
.jpg)
ডুয়া নিউজ: ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য সচিব এটিএম আবদুল বারী ড্যানি বলেছেন, অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠিত হওয়ার কারণেই পুরোনো এবং বর্তমানদের সঙ্গে আমাদের একটা মেলবন্ধন তৈরি হয়। দেখাসাক্ষাতের সুযোগ হয়। এটা অত্যন্ত প্রয়োজন। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরা যখন প্রবেশ করি, মনে হয় নিজের ঘরেই প্রবেশ করেছি। বিশ্ববিদ্যালয়ের প্রতি আমাদের আবেগ, অনুভূতি ও ভালোবাসা আর কোথাও পাওয়াযায়না। যা এই বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনায় আসলেই পাওয়া যায়।
আজ শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ১০টায় ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন- ডুপডা কর্তৃক আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা করেন।
তিনি বলেন, পারিবারিকভাবে আমরা ব্যস্ত হয়ে পরেছি। অনেকে সার্ভিসে আছেন, আবার অনেকে বিজনেসে আছেন। আমরা অনেকেই দূরদূরান্তে অবস্থান করি। ফলে কোনো অনুষ্ঠান ছাড়া সবার সাথে দেখা করার সুযোগ আসলেই খুব কম থাকে। তাই আমাদের সকলের মেলবন্ধনে এ ধরণের অনুষ্ঠান খুব বেশি প্রয়োজন।
আব্দুল বারী ড্যানী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন যে অনুষ্ঠানগুলো করে থাকে, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন আপনাদের পাশে আছি। আপনারা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যুক্ত হন নাই। সকলের প্রতি অনুরোধ থাকলো আমরা চাই আপনাদের সান্নিধ্য। আমরা আপনাদের সহচর হতে চাই, আপনাদের পাশে থাকতে চাই ও আপনাদের নিয়েই পথ চলতে চাই। সকলকে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, মেম্বর হয়ে কলেবর আরো বৃদ্ধি করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।
ঢাবি অ্যালামনাই সদস্য সচিব বলেন, আমরা আজকের অনুষ্ঠানে এসে অত্যন্ত গর্ববোধ করছি। আমাদের খুব ভালো লেগেছে আপনাদেরকে দেখে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কয়টি অ্যালামনাই অ্যাসোসিয়েশন রয়েছে এর মধ্যে দর্শন বিভাগ অনেক সমৃদ্ধ। আমরা চাই আপনাদের এই বন্ধন অটুট থাকুক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক শামসুজ্জামান দুদু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় এবং সদস্য সচিব এটিএম আবদুল বারী ড্যানি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালদ দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েমনের সভাপতি অধ্যাপক সুলতানা মুনীরা জাহান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিও হিসাবে ৫ লাখ টাকা নগদ জমা ও উত্তোলনের কথা ভাবছে বিএসইসি
- সরকারি কোম্পানি শেয়ারবাজারে আনার উদ্যোগ, তালিকায় ২১ প্রতিষ্ঠান
- ডিএসইর ব্রোকারেজ হাউজের নিবন্ধন বাতিল করল বিএসইসি
- বিএসইসি চেয়ারম্যানের পদত্যাগ নিয়ে মুখ খুললেন অর্থ উপদেষ্টা
- ‘এলাম পরামর্শ নিতে, পেলাম পদত্যাগের বার্তা’- বিএসইসি চেয়ারম্যানের ক্ষোভ
- মিউচ্যুয়াল ফান্ড ও পাবলিক রুলস ইস্যুতে টাস্কফোর্সের চূড়ান্ত সুপারিশ
- দশ হাজার কোটি ঋণের বোঝায় আইসিবি, প্রস্তাব বিশেষ তহবিলের
- দুর্বল ৬ শেয়ারে বিনিয়োগকারীদের হতাশা আরও বেড়েছে
- ‘সেন্ট্রাল ইউনিভার্সিটি’ প্রস্তাব প্রত্যাখ্যান
- শেয়ারবাজারের ৯ ব্যাংক এমডিবিহীন, নেতৃত্ব সংকট তীব্র
- ঢাকা অচলের ঘোষণা
- তিন কোম্পানির বোনাস ডিভিডেন্ডে বিএসইসির সম্মতি
- লোকসান থেকে মুনাফায় বস্ত্র খাতের চার কোম্পানি
- নানামুখী চেষ্টার পরও ভেঙে পড়ছে দেশের শেয়ারবাজার
- শেয়ারবাজারে ৬১৭টি বিও হিসাব স্থগিত