ঢাকা, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৪ অগ্রহায়ণ ১৪৩২
ঢাবি ক্যাম্পাসে প্রবেশ করলেই মনে হয় নিজের ঘরে এসেছি: আবদুল বারী ড্যানী
ডুয়া নিউজ: ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য সচিব এটিএম আবদুল বারী ড্যানি বলেছেন, অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠিত হওয়ার কারণেই পুরোনো এবং বর্তমানদের সঙ্গে আমাদের একটা মেলবন্ধন তৈরি হয়। দেখাসাক্ষাতের সুযোগ হয়। এটা অত্যন্ত প্রয়োজন। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরা যখন প্রবেশ করি, মনে হয় নিজের ঘরেই প্রবেশ করেছি। বিশ্ববিদ্যালয়ের প্রতি আমাদের আবেগ, অনুভূতি ও ভালোবাসা আর কোথাও পাওয়াযায়না। যা এই বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনায় আসলেই পাওয়া যায়।
আজ শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ১০টায় ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন- ডুপডা কর্তৃক আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা করেন।
তিনি বলেন, পারিবারিকভাবে আমরা ব্যস্ত হয়ে পরেছি। অনেকে সার্ভিসে আছেন, আবার অনেকে বিজনেসে আছেন। আমরা অনেকেই দূরদূরান্তে অবস্থান করি। ফলে কোনো অনুষ্ঠান ছাড়া সবার সাথে দেখা করার সুযোগ আসলেই খুব কম থাকে। তাই আমাদের সকলের মেলবন্ধনে এ ধরণের অনুষ্ঠান খুব বেশি প্রয়োজন।
আব্দুল বারী ড্যানী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন যে অনুষ্ঠানগুলো করে থাকে, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন আপনাদের পাশে আছি। আপনারা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যুক্ত হন নাই। সকলের প্রতি অনুরোধ থাকলো আমরা চাই আপনাদের সান্নিধ্য। আমরা আপনাদের সহচর হতে চাই, আপনাদের পাশে থাকতে চাই ও আপনাদের নিয়েই পথ চলতে চাই। সকলকে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, মেম্বর হয়ে কলেবর আরো বৃদ্ধি করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।
ঢাবি অ্যালামনাই সদস্য সচিব বলেন, আমরা আজকের অনুষ্ঠানে এসে অত্যন্ত গর্ববোধ করছি। আমাদের খুব ভালো লেগেছে আপনাদেরকে দেখে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কয়টি অ্যালামনাই অ্যাসোসিয়েশন রয়েছে এর মধ্যে দর্শন বিভাগ অনেক সমৃদ্ধ। আমরা চাই আপনাদের এই বন্ধন অটুট থাকুক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক শামসুজ্জামান দুদু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় এবং সদস্য সচিব এটিএম আবদুল বারী ড্যানি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালদ দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েমনের সভাপতি অধ্যাপক সুলতানা মুনীরা জাহান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ২য় টেস্টের ৪র্থ দিনের খেলা শেষ-দেখুন স্কোর
- বাংলাদেশ বনাম পাকিস্তান: ম্যাচটি সরাসরি(LIVE) দেখুন এখানে
- চলছে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ২য় টেস্ট ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন(LIVE)
- চলছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ২য় টেস্ট: খেলাটি সরাসরি দেখুন এখানে
- বাংলাদেশ বনাম ভারত: সুপার ওভার শেষ, দেখুন ফলাফল
- পরবর্তী ব্রাজিল-বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ম্যাচ কবে-প্রতিপক্ষ কারা
- বাংলাদেশ বনাম ভারত টি-২০ ম্যাচ: বোলিংয়ে বাংলাদেশ-সরাসরি দেখুন এখানে
- শুক্রবার গ্যাসের চাপ কম থাকবে যেসব এলাকায়
- ঢাবির শীতকালীন ছুটিনিয়ে যা জানা গেল
- আইসিবিকে নতুন তহবিল দেবে না সরকার, ঘুরে দাঁড়ানো আরও কঠিন
- বাংলাদেশ বনাম পাকিস্তান: টি-টোয়েন্টি ফাইনাল ম্যাচ-কখন, কোথায়-দেখবেন যেভাবে
- ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: চাপে ভারত-খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ব্যাটিংয়ে আয়ারল্যান্ড, দেখুন স্কোর-LIVE
- বাংলাদেশে বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকি নিয়ে নতুন তথ্য বিএমডির