ঢাকা, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২

জানা গেল কবে থেকে বেতন-ভাতা পাবেন এমপিও শিক্ষক-কর্মচারীরা

২০২৫ অক্টোবর ২৮ ১৮:০২:০৫

জানা গেল কবে থেকে বেতন-ভাতা পাবেন এমপিও শিক্ষক-কর্মচারীরা

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কর্মরত প্রায় পৌনে চার লাখ এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীর অক্টোবর মাসের বেতন-ভাতা বিল প্রক্রিয়াকরণ প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে।

সরকারি সূত্রে জানা গেছে, তালিকা বুধবার (২৯ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হতে পারে। সব ঠিক থাকলে আগামী ৬ নভেম্বরের মধ্যে শিক্ষকরা তাদের বেতন-ভাতা পেয়ে যাবেন।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের কর্মকর্তা জানান, ‘শিক্ষক-কর্মচারীদের অক্টোবর মাসের বেতন বিল প্রস্তাব বুধবার মন্ত্রণালয়ে পাঠানো হবে। অনুমোদন দ্রুত দিলে, নির্ধারিত সময়ের মধ্যে অর্থ প্রদান সম্ভব হবে।’

ইএমআইএস সেলের সার্ভার বন্ধে শিক্ষকরা ভোগান্তিতে

ইএমআইএস সেলের সার্ভার বর্তমানে বন্ধ থাকায় শিক্ষক-কর্মচারীরা বড় ধরনের সমস্যার মুখোমুখি। প্রায় ১৪ দিন ধরে সার্ভার অচল থাকায় নতুন এমপিও আবেদন প্রক্রিয়া আটকে আছে। এছাড়া যাদের ফাইলের ইনডেক্স মুছে ফেলা বা সংশোধনের প্রয়োজন, তাদের কাজও স্থগিত রয়েছে।

এক কর্মকর্তা জানিয়েছেন, ‘শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত বিশেষ একটি দল সার্ভার পরীক্ষা করছে। পরীক্ষার কাজ শেষ হলেই সার্ভার চালু হবে। চলতি সপ্তাহে সার্ভার চালু হওয়ার সম্ভাবনা নেই। আগামী সপ্তাহে পুনরায় সার্ভার সচল হতে পারে।’

সার্ভার বন্ধ থাকার কারণে দেশের হাজারো শিক্ষক-কর্মচারী এখন অনিশ্চয়তার মধ্যে। নতুন এমপিও ফাইল জমা দিতে না পারায় উপজেলা পর্যায়ে ফাইল আটকে আছে। এ সময়ের মধ্যে আঞ্চলিক অফিসে থাকা ফাইলও প্রক্রিয়াজাত হচ্ছে না। এছাড়া যাদের ভুল ইনডেক্স বা নাম সংশোধনের কাজ চলছিল, তাদেরও কাজ স্থগিত রয়েছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত