ঢাকা, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২

পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: কখন, কোথায় ও যেভাবে দেখবেন লাইভ

২০২৫ অক্টোবর ২৮ ১৭:৩৭:৪৫

পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: কখন, কোথায় ও যেভাবে দেখবেন লাইভ

সরকার ফরাবী: আজ করাচির ন্যাশনাল স্টেডিয়ামে পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে মুখোমুখি হচ্ছে। ওয়ানডে বিশ্বকাপের পর দুই দলের জন্যই এটি একটি নতুন শুরু এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু।

পাকিস্তান তাদের ব্যাটিংয়ের মূল ভিত্তি বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের উপর আস্থা রাখবে। তারা দলে তরুণ পেসারদের সাথে শাদাব খান ও আবরার আহমেদের স্পিন আক্রমণকে কাজে লাগাতে চাইবে।

অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা কুইন্টন ডি কক এবং হেইনরিখ ক্লাসেনের মতো অভিজ্ঞ হার্ড-হিটারদের উপর নির্ভর করবে। তাদের পেস আক্রমণ কাগিসো রাবাদা ও জেরাল্ড কোয়েটজির গতির উপর নির্ভর করে।

ম্যাচের মূল লড়াই হবে পাকিস্তানের স্পিন বনাম প্রোটিয়াদের পাওয়ার হিটিং।

ম্যাচ ভেন্যু, সময় ও সম্প্রচার:

ভেন্যু (Venue): ন্যাশনাল স্টেডিয়াম, করাচি, পাকিস্তান (সম্ভাব্য)।

সময় (Time): রাত ৮:০০ মিনিট (পাকিস্তান সময়) / রাত ৯:০০ মিনিট (বাংলাদেশ সময়)।

খেলাটি দেখবেন যেভাবে:

সম্প্রচার (Live Telecast):

টেলিভিশন: পিটিভি স্পোর্টস (PTV Sports)

টেলিভিশন: সনি স্পোর্টস টেন (Sony Sports Ten) বা স্টার স্পোর্টস নেটওয়ার্ক (অঞ্চলভেদে)।

ডিজিটাল প্ল্যাটফর্ম: ফ্যানকোড (Fancode) বা স্থানীয় স্ট্রিমিং অ্যাপ।

এছাড়াও cricbuzz,live cricket score,live scre, এ সরাসরি খেলার আপডেট তথ্য পাওয়া যাবে।

সরাসরি দেখতে এখানেক্লিককরুন।

দুই দলের সম্ভাব্য একাদশ

পাকিস্তান একাদশ; ১. বাবর আজম (অধিনায়ক) ২. সাইম আইয়ুব ৩. মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার) ৪. ফখর জামান ৫. ইফতিখার আহমেদ ৬. শাদাব খান ৭. ইমাদ ওয়াসিম ৮. শাহীন শাহ আফ্রিদি ৯. হারিস রউফ ১০. আবরার আহমেদ ১১. মোহাম্মদ ওয়াসিম জুনিয়র।

দক্ষিণ আফ্রিকা একাদশ: ১. রিজা হেন্ডরিকস ২. কুইন্টন ডি কক (উইকেটকিপার) ৩. টেম্বা বাভুমা ৪. এইডেন মার্করাম (অধিনায়ক) ৫. হেইনরিখ ক্লাসেন ৬. ডেভিড মিলার ৭. মার্কো জানসেন ৮. জেরাল্ড কোয়েটজি ৯. কাগিসো রাবাদা ১০. কেশব মহারাজ ১১. তাব্রাইজ শামসি।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

খেলাধুলা এর অন্যান্য সংবাদ