ঢাকা, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২

কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত

২০২৫ অক্টোবর ২৮ ১৫:১৫:২৮

কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত

নিজস্ব প্রতিবেদক :কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক শিডিউল ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বিষয়টি এক সরকারি বিবৃতিতে নিশ্চিত করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

সোমবার (২৭ অক্টোবর) মন্ত্রণালয়ের সিভিল এভিয়েশন-১ শাখা থেকে স্বাক্ষরিত একটি সরকারি পত্রে এই নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক ফ্লাইট চালুর পূর্ব পর্যন্ত কক্সবাজার বিমানবন্দর নন-শিডিউল আন্তর্জাতিক ফ্লাইট এবং জরুরি অবতরণের জন্যও ব্যবহার না করার অনুরোধ করা হয়েছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় বিষয়টি যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে।

প্রসঙ্গত, গত ১২ অক্টোবর কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। তার পর থেকেই বাংলাদেশ বিমান ও অন্যান্য এয়ারলাইন্স আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার প্রস্তুতি নিচ্ছিল। তবে আন্তর্জাতিক ঘোষণা হওয়ার কিছুদিনের মধ্যেই এই স্থগিতাদেশ জারি করা হয়েছে।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত