ঢাকা, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৭ পৌষ ১৪৩২

তথ্য অধিদপ্তর: ৪৫টি শূন্যপদে নিয়োগ বাতিল ঘোষণা

২০২৫ অক্টোবর ২৭ ১৯:৩৪:১২

তথ্য অধিদপ্তর: ৪৫টি শূন্যপদে নিয়োগ বাতিল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: তথ্য অধিদপ্তরের আটটি ক্যাটাগরির ৪৫টি শূন্যপদে চলমান নিয়োগ কার্যক্রম বাতিল করা হয়েছে। নিয়োগ কার্যক্রম যাচাই ও পর্যালোচনার জন্য গঠিত একটি কমিটির সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) তথ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক অফিস আদেশে সাত সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছিল, যার উদ্দেশ্য ছিল অধিদপ্তরের ৪৫টি শূন্যপদে চলমান নিয়োগ কার্যক্রম পর্যালোচনা করা। এই কমিটির সুপারিশ এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের পর ১১-২০তম গ্রেডের ৪৫টি শূন্যপদের নিয়োগ কার্যক্রম বিধি মোতাবেক বাতিল ঘোষণা করা হয়েছে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত