ঢাকা, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ১২ কার্তিক ১৪৩২
জাপানে যাচ্ছে এক লাখ বাংলাদেশি শ্রমিক
নিজস্ব প্রতিবেদক :বাংলাদেশ থেকে এক লাখ দক্ষ কর্মী জাপানে নিয়োগের লক্ষ্যে অগ্রগতি নিয়ে জাপানের ‘ন্যাশনাল বিজনেস সাপোর্ট কম্বাইন্ড কো-অপারেটিভস’ (এনবিসিসি) এর প্রতিনিধিদল প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন। রোববার (২৬ অক্টোবর) বিকেলে রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় অনুষ্ঠিত এই বৈঠকে প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার এসডিজি–বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।
এনবিসিসি হলো ৬৫টিরও বেশি জাপানি কোম্পানির একটি ব্যবসায়িক ফেডারেশন, যারা সম্প্রতি বাংলাদেশে দক্ষ কর্মী নিয়োগের জন্য একটি সমঝোতা স্মারক (এমওআই) স্বাক্ষর করেছে। চুক্তির লক্ষ্য হলো জাপানে বাংলাদেশীদের প্রশিক্ষণ, সার্টিফিকেশন ও কর্মসংস্থানের জন্য একটি কাঠামো তৈরি করা। এর মাধ্যমে আগামী পাঁচ বছরে টেকনিক্যাল ইন্টার্ন ট্রেনিং প্রোগ্রাম (টিআইটিপি) এবং স্পেসিফাইড স্কিলড ওয়ার্কার্স (এসএসডব্লিউও) প্রোগ্রামের আওতায় এক লাখের বেশি দক্ষ কর্মী নিয়োগ করা হবে।
প্রতিনিধিদলের সদস্যরা জানিয়েছেন, স্বাক্ষরিত সমঝোতা স্মারকের প্রথম ধাপে আগামী বছর দুই হাজার দক্ষ কর্মী নিয়োগ প্রক্রিয়াধীন। পরবর্তী পর্যায়ে ২০২৭ সালে ছয় হাজার ও ২০২৮ সালে ১৮ হাজার কর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে। তারা জানান, নির্মাণ খাত, সেবা খাত, এভিয়েশন, গার্মেন্টস ও কৃষি খাতে সবচেয়ে বেশি কর্মী প্রয়োজন। ভবিষ্যতে গাড়িচালক, অটোমোবাইল ও রিসাইক্লিং খাতেও দক্ষ কর্মীর চাহিদা বাড়বে।
বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের প্রস্তুতিতে খুলনা ও গাজীপুরের কাপাসিয়ায় দুটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়েছে। ইতোমধ্যেই এনবিসিসি প্রতিনিধিরা এই কেন্দ্রগুলি পরিদর্শন করেছেন। প্রধান উপদেষ্টা প্রশিক্ষণের ঘাটতি আছে কিনা তা যাচাই করেছেন। তিনি প্রশিক্ষণকে সন্তোষজনক উল্লেখ করেছেন, তবে ভাষাগত দক্ষতা বৃদ্ধির প্রয়োজনীয়তাও উল্লেখ করেছেন। ভার্চুয়াল ক্লাস বা জাপান থেকে প্রশিক্ষক নিয়ে আসার মতো পরামর্শও তিনি দিয়েছেন।
বৈঠকে বাংলাদেশের নারীদের দক্ষতা ও পরিশ্রমের প্রশংসা করা হয়। বিশেষ করে কেয়ারগিভিং খাতে বাংলাদেশের নারীরা অনন্য, এবং ভাষাগত ও অন্যান্য প্রশিক্ষণ পেলে তারা জাপানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন। প্রধান উপদেষ্টা বলেন, একবার প্রশিক্ষণ শুরু হলে আরও কর্মী উৎসাহিত হবেন।
এনবিসিসি প্রতিনিধিরা জানান, আগামী কয়েক বছরে জাপানে ৪ লাখের বেশি দক্ষ নার্সের চাহিদা হবে এবং বাংলাদেশ থেকে আরও নার্স নিয়োগের বিষয়েও তারা বিবেচনা করবেন। ড. আসিফ নজরুল বৈঠকে জানিয়েছেন, সরকার জাপানে কর্মী নিয়োগের অগ্রগতি নিয়মিত পর্যালোচনা করছে এবং এ বিষয়ে একটি সুনির্দিষ্ট রোডম্যাপ প্রণয়ণ করা হবে। এছাড়া, কর্মী নিয়োগ সংক্রান্ত সমস্যাগুলি সমাধানের জন্য একটি নির্দিষ্ট সেল গঠন করা হয়েছে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ডিভিডেন্ড ঘোষণা করেছে কেডিএস এক্সেসরিজ
- খেলোয়াড়দের নিয়ন্ত্রণে শেয়ারবাজার, অসহায় নিয়ন্ত্রক সংস্থা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু ফেব্রিক্স
- ঘোষণা দিয়েও শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড দেয়নি ১৭ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে স্কয়ার টেক্সটাইল
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি সরাসরি ফ্রিতে দেখুন(LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ১৯ কোম্পানি, দেখুন এক নজরে
- ডিভিডেন্ড ঘোষণা করেছে জেএমআই হসপিটাল
- ভারত বনাম অস্ট্রেলিয়া:কখন, কোথায়-যেভাবে দেখবেন লাইভ
- ২১ দাবিতে নতুন বেতন কাঠামোর প্রস্তাব, সর্বনিম্ন ৩৫ হাজার
- ডিভিডেন্ড ঘোষণা করেছে শমরিতা হাসপাতাল
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি সরাসরি দেখুন(LIVE)
- লাফার্জহোলসিমের অন্তর্বর্তীকালিন ডিভিডেন্ড ঘোষণা
- শেয়ারবাজারের তালিকায় যুক্ত হলো আরও এক বন্ধ কোম্পানি
- নেগেটিভ ইকুইটি মুক্ত করতে মার্জিন ঋণে তালা মারছে বিএসইসি