ঢাকা, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ১২ কার্তিক ১৪৩২
ক্ষমতায় গেলে অর্থনীতিতে নতুন মডেল আনবে বিএনপি: আমির খসরু
নিজস্বপ্রতিবেদক :ক্ষমতায় গেলে বাংলাদেশের অর্থনীতি পুনর্গঠনের জন্য নতুন অর্থনৈতিক মডেল প্রণয়নের ঘোষণা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, বিএনপি গণতান্ত্রিক ও অংশগ্রহণমূলক অর্থনীতির দিকে দেশকে এগিয়ে নিতে চায়, যেখানে নীতিনির্ধারণ হবে বাস্তব অভিজ্ঞতা ও জনগণের অংশগ্রহণের ভিত্তিতে।
সোমবার (২৭ অক্টোবর) রাজধানীতে অনুষ্ঠিত ইকোনমিক ফোরাম সামিটে অংশ নিয়ে এসব মন্তব্য করেন তিনি। আমির খসরু বলেন, “৩১ দফা বিএনপির অঙ্গীকার। কেউ ঐকমত্যে আসুক বা না আসুক, বিএনপি ক্ষমতায় গেলে তা বাস্তবায়ন করবে।” তিনি মনে করেন, নির্বাচনী জোটে শরিকদের নিজেদের পছন্দের প্রতীকে ভোট করার সুযোগ দেওয়া উচিত এবং রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ছাড়া কোনো কাঠামোগত সংস্কার কার্যকর হবে না।
অর্থনৈতিক পরিকল্পনার ক্ষেত্রে নতুন দৃষ্টিভঙ্গির প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, “নীতিনির্ধারণের দায়িত্ব কেবল আমলাদের নয়, সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের দিয়েই করতে হবে। তৃণমূলের অর্থনীতির কারিগরদের ওপর বিনিয়োগ করতে হবে। সবাইকে সুযোগ দিতে হবে।”
এছাড়া তিনি জানান, দেশের প্রতিটি অঞ্চলে একটি করে স্পোর্টস কমপ্লেক্স স্থাপন করা হবে, যেখানে সব ধরনের খেলাধুলা অনুষ্ঠিত হবে। পাশাপাশি ঢাকায় তৈরি করা হবে একটি “বড় থিয়েটার ডিস্ট্রিক্ট”, যাতে শিল্প-সংস্কৃতির বিকাশ ঘটানো যায়। বিনিয়োগ আকর্ষণের জন্যও তিনি একটি অনুকূল পরিবেশ তৈরির ওপর জোর দেন এবং বলেন, “বিডাতে বেসরকারি খাতের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করতে হবে।”
বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা নিয়ে কথা বলতে গিয়ে আমির খসরু বলেন, “কেন্দ্রীয় ব্যাংককে ওয়াচডগ হিসেবে কাজ করতে দিতে হবে। রাজনৈতিক দল নয়, প্রতিষ্ঠানই সরকার পরিচালনা করে। তাই মানুষের জন্য সরকার চালাতে হলে প্রতিষ্ঠানগুলোকে স্বাধীন করতে হবে।”
তিনি দাবি করেন, বিএনপি কখনোই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে রাজনৈতিক হস্তক্ষেপ করেনি। “বিএনপির আমলে ব্যাংক বা শেয়ারবাজারে লুটপাট হয়নি,” উল্লেখ করে তিনি বলেন, “বড় পরিকল্পনা নিয়ে বিএনপি আসছে— ক্ষমতায় গেলে ব্যাংকিং ডিভিশন থাকবে না।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ডিভিডেন্ড ঘোষণা করেছে কেডিএস এক্সেসরিজ
- খেলোয়াড়দের নিয়ন্ত্রণে শেয়ারবাজার, অসহায় নিয়ন্ত্রক সংস্থা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু ফেব্রিক্স
- ঘোষণা দিয়েও শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড দেয়নি ১৭ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে স্কয়ার টেক্সটাইল
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি সরাসরি ফ্রিতে দেখুন(LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ১৯ কোম্পানি, দেখুন এক নজরে
- ডিভিডেন্ড ঘোষণা করেছে জেএমআই হসপিটাল
- ভারত বনাম অস্ট্রেলিয়া:কখন, কোথায়-যেভাবে দেখবেন লাইভ
- ২১ দাবিতে নতুন বেতন কাঠামোর প্রস্তাব, সর্বনিম্ন ৩৫ হাজার
- ডিভিডেন্ড ঘোষণা করেছে শমরিতা হাসপাতাল
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি সরাসরি দেখুন(LIVE)
- লাফার্জহোলসিমের অন্তর্বর্তীকালিন ডিভিডেন্ড ঘোষণা
- শেয়ারবাজারের তালিকায় যুক্ত হলো আরও এক বন্ধ কোম্পানি
- নেগেটিভ ইকুইটি মুক্ত করতে মার্জিন ঋণে তালা মারছে বিএসইসি