ঢাকা, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২
৫১ সদস্যের নতুন কমিটি পেল সহকারী নির্বাচন অফিসাররা
নিজস্ব প্রতিবেদক: অবশেষে সহকারী উপজেলা বা থানা নির্বাচন অফিসারদের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। সম্প্রতি আগারগাঁওয়ের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) অনুষ্ঠিত এক জরুরি সভায় 'সহকারী উপজেলা বা থানা ইলেকশন অফিসার্স অ্যাসোসিয়েশন' নামে ৫১ সদস্যবিশিষ্ট এই কেন্দ্রীয় কমিটি গঠিত হয়। উপজেলা বা থানা বা সমমান ইলেকশন অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোহাম্মদ আশফাকুর রহমানের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। দীর্ঘ আলোচনা ও বিতর্কের পর পূর্ণাঙ্গ কমিটি গঠনের পক্ষে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সভায় সর্বসম্মতিক্রমে গাজীপুর সদর, গাজীপুরের সহকারী উপজেলা নির্বাচন অফিসার মো. জাহাঙ্গীর আলমকে কমিটির সভাপতি এবং কালীগঞ্জ, গাজীপুরের সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তা শরীফ আল রায়হানকে মহাসচিব হিসেবে ঘোষণা করা হয়।
সভায় সহকারী উপজেলা বা থানা নির্বাচন অফিসারদের পক্ষে জানানো হয় যে, বর্তমানে শুধুমাত্র বিসিএস থেকে সরাসরি নিয়োগপ্রাপ্তদের একক একটি কমিটি রয়েছে, যা পদোন্নতিপ্রাপ্ত সহকারী উপজেলা বা থানা নির্বাচন অফিসারদের প্রতিনিধিত্ব না করায় পূর্ণাঙ্গ সংগঠন নয়। অন্যদিকে, সম্প্রতি গঠিত আরেকটি কমিটির গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলা হয়, কারণ তাতে সরাসরি নিয়োগপ্রাপ্তদের প্রতিনিধিত্ব নেই এবং পদোন্নতিপ্রাপ্তদেরও অনেকের সংশ্লিষ্টতা নেই।
দীর্ঘ বিতর্কের পর, সভাপতি উভয়পক্ষের যুক্তি বিশ্লেষণ করে জানান যে, বিদ্যমান গ্রুপ ভিত্তিক দুটি অঙ্গসংগঠন এবং বিগত দিনের ঐক্যবদ্ধ হওয়ার প্রচেষ্টার কারণে আহ্বায়ক কমিটি গঠন সমীচীন হবে না। বরং দ্রুত মূল কমিটি গঠন করাই যৌক্তিক ও সময়োপযোগী পদক্ষেপ হবে।
সভায় নির্বাচন কমিশন সার্ভিস গঠনে সরকারি সিদ্ধান্তকে সমর্থন জানানো হয় এবং দ্রুত বাস্তবায়নের জোর দাবি উত্থাপন করা হয়। এছাড়া, উপজেলা বা থানা নির্বাচন অফিসার ও সহকারী উপজেলা বা থানা নির্বাচন অফিসারদের পদের আপগ্রেডেশন নিয়ে আলোচনা হয় এবং উভয়পক্ষের সমন্বয়ে একটি ঐক্য পরিষদ গঠনেরও সিদ্ধান্ত গৃহীত হয়।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ডিভিডেন্ড ঘোষণা করেছে কেডিএস এক্সেসরিজ
- খেলোয়াড়দের নিয়ন্ত্রণে শেয়ারবাজার, অসহায় নিয়ন্ত্রক সংস্থা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু ফেব্রিক্স
- ঘোষণা দিয়েও শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড দেয়নি ১৭ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে স্কয়ার টেক্সটাইল
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি সরাসরি ফ্রিতে দেখুন(LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ১৯ কোম্পানি, দেখুন এক নজরে
- ভারত বনাম অস্ট্রেলিয়া:কখন, কোথায়-যেভাবে দেখবেন লাইভ
- ২১ দাবিতে নতুন বেতন কাঠামোর প্রস্তাব, সর্বনিম্ন ৩৫ হাজার
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি সরাসরি দেখুন(LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে শমরিতা হাসপাতাল
- লাফার্জহোলসিমের অন্তর্বর্তীকালিন ডিভিডেন্ড ঘোষণা
- শেয়ারবাজারের তালিকায় যুক্ত হলো আরও এক বন্ধ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে জেএমআই হসপিটাল
- মার্জিন ঋণ নিয়ে গুজব, বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান বিএসইসির