ঢাকা, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২

ম্যানচেস্টার সিটি বনাম অ্যাস্টন ভিলা: সম্ভাব্য একাদশ ও সময়সূচি

২০২৫ অক্টোবর ২৫ ১৯:০৭:০৭

ম্যানচেস্টার সিটি বনাম অ্যাস্টন ভিলা: সম্ভাব্য একাদশ ও সময়সূচি

সরকার ফারাবী: প্রিমিয়ার লিগে টানা চতুর্থ জয়ের লক্ষ্য নিয়ে অ্যাস্টন ভিলা মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির। রবিবার রাত ৮টায় ভিলা পার্কে অনুষ্ঠিত হবে এই বহুল প্রতীক্ষিত ম্যাচটি।

তবে ম্যাচের আগে ইউরোপীয় প্রতিযোগিতায় দুই দলের পারফরম্যান্স ছিল সম্পূর্ণ ভিন্ন গার্দিওলার সিটি চ্যাম্পিয়নস লিগে দারুণ জয় পেলেও, উনাই এমেরির ভিলা ইউরোপা লিগে অপ্রত্যাশিতভাবে হোঁচট খেয়েছে।

ম্যানচেস্টার সিটি:

চ্যাম্পিয়নস লিগে ভিয়ারিয়ালের বিপক্ষে ২-০ গোলে জয়ের মধ্য দিয়ে পেপ গার্দিওলার দল আবারও প্রমাণ করেছে তাদের ধারাবাহিকতা। ম্যাচে প্রথম গোলটি করেন আর্লিং হল্যান্ড, যিনি টানা নবম ম্যাচে গোলের দেখা পেলেন। বার্নার্দো সিলভার গোলেই জয় নিশ্চিত হয় সিটির।

এর আগে প্রিমিয়ার লিগে এভারটনের বিপক্ষে একই ব্যবধানে জিতেছিল তারা, সেখানেও জোড়া গোল করেছিলেন হল্যান্ড।

এই মুহূর্তে সিটির হয়ে সর্বোচ্চ ১৭টি টপ-ফ্লাইট গোলের মধ্যে ১১টি করেছেন হল্যান্ড, যিনি আবারও গোল্ডেন বুটের অন্যতম দাবিদার। লিগ টেবিলে আর্সেনালের থেকে মাত্র তিন পয়েন্ট পিছিয়ে আছে সিটি, আর সব প্রতিযোগিতা মিলিয়ে তারা এখন টানা নয় ম্যাচে অপরাজিত সাত জয় ও দুই ড্র।

এপ্রিলের পর থেকে তাদের ৩৯ পয়েন্ট প্রিমিয়ার লিগে সর্বোচ্চ, আর ১২টি ক্লিন শিট তাদের ডিফেন্সের শক্তি প্রমাণ করে।

অ্যাস্টন ভিলা:

উনাই এমেরির শিষ্যরা ইউরোপা লিগে গো অ্যাহেড ঈগলসের বিপক্ষে ২-১ গোলে হেরে গেলেও, প্রিমিয়ার লিগে তারা দুর্দান্ত ফর্মে আছে।

এভ্যান গুয়েস্যান্ডের প্রাথমিক গোল তাদের এগিয়ে নিলেও, হাই ডিফেন্সিভ লাইনের ভুলে পরাজিত হয় তারা।তবুও, ফুলহ্যাম, বার্নলি ও টটেনহ্যামকে হারিয়ে ভিলা আবার আত্মবিশ্বাস ফিরে পেয়েছে।

এখন এমেরির দল ইতিহাসের দোরগোড়ায় ১৯৩৬ সালের পর প্রথমবার কোনো দল লিগের প্রথম পাঁচ ম্যাচে জয়হীন থেকে পরের চার ম্যাচে জয় পেতে চলেছে।

উল্লেখ্য, গত মৌসুমে ও চলতি মৌসুমে ভিলা পার্কে সিটিকে হারিয়েছিল ভিলা, যদিও সর্বশেষ ইতিহাদে দেখা হয়েছিল ২-১ গোলে সিটির জয়ে।

সাম্প্রতিক পারফরম্যান্স

অ্যাস্টন ভিলা: L D D W W W W W W W W L

ম্যানচেস্টার সিটি: L W D W W W W W D W W W

ইনজুরি ও দলবদল সংবাদ

ম্যানচেস্টার সিটি:

চ্যাম্পিয়নস লিগে নিকো গঞ্জালেসের সামান্য পায়ের চোট কিছুটা চিন্তার হলেও গার্দিওলা আশা করছেন, তিনি ভিলা পার্কে নামতে পারবেন। রডরি এখনো উরুর ইনজুরিতে মাঠের বাইরে, আর খুসানভ গোড়ালির সমস্যায় ভুগছেন। ফর্মের তুঙ্গে থাকা হল্যান্ড টানা ষষ্ঠ অ্যাওয়ে ম্যাচে গোলের লক্ষ্য নিয়েই নামবেন।

অ্যাস্টন ভিলা:

এমেরির দলে নতুন কোনো ইনজুরির খবর নেই। লুকাস ডিগনে দলে ফিরছেন, তবে ইউরি টিলেমানস পায়ের চোটে আরও কিছুদিন অনুপস্থিত থাকবেন।

মিডউইকের ম্যাচে বিশ্রামে থাকা মর্গান রজার্স, জন ম্যাকগিন ও বাউবাকার কামারা এই ম্যাচে ফিরবেন মূল একাদশে।

সম্ভাব্য একাদশ

অ্যাস্টন ভিলা: মার্টিনেজ; ক্যাশ, কনসা, টরেস, ডিগনে; কামারা, ওনানা; ম্যালেন, রজার্স, ম্যাকগিন; ওয়াটকিন্স।

ম্যানচেস্টার সিটি: ডোনারুম্মা; নুনেস, স্টোনস, ডিয়াজ, গাভারদিওল; গঞ্জালেস; শেরকি, ফোডেন, রেইন্ডার্স, ডোকু; হল্যান্ড।

ম্যাচ পূর্বাভাস:

গো অ্যাহেড ঈগলসের বিপক্ষে অ্যাস্টন ভিলার হারের কারণ ছিল মূলত ডিফেন্সিভ ভুল ও অতিরিক্ত উচ্চ লাইন।এই দুর্বলতার সুযোগ নিতে পারদর্শী হল্যান্ড ও সিটির আক্রমণভাগ নিশ্চয়ই তাদের পুরোপুরি পরীক্ষা নেবে।গার্দিওলার দল ম্যাচে আধিপত্য বজায় রেখে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়বে বলেই পূর্বাভাস দিচ্ছেন বিশ্লেষকরা যা আর্সেনালের ওপর আরও চাপ সৃষ্টি করবে।

ট্যাগ: পেপ গার্দিওলা football live score Aston Villa vs Man City Aston Villa vs Man City live match today Aston Villa vs Man City ajker khela প্রিমিয়ার লিগ ভবিষ্যদ্বাণী Premier League Prediction প্রিমিয়ার লিগ আজকের খবর Aston Villa vs Man Cityr khela kokhon প্রিমিয়ার লিগ পয়েন্ট টেবিল Premier League Point Table অ্যাস্টন ভিলা বনাম ম্যানচেস্টার সিটি (Aston Villa vs Manchester City - Most Critical) ম্যান সিটি ভিলা প্রেডিকশন Man City Villa Prediction অ্যাস্টন ভিলা ম্যান সিটি সম্ভাব্য একাদশ ম্যান সিটি ভিলা টিম নিউজ Aston Villa vs Man City possibility Man City Villa Team News আর্লিং হল্যান্ড Erling Haaland Pep Guardiola উনাই এমেরি Unai Emery ) ম্যান সিটি হল্যান্ড গোল Man City Haaland Goal অ্যাস্টন ভিলা ফর্মAston Villa Man City Aston Villa Form ম্যান সিটি ইনজুরি আপডেট Man City Injury Update ম্যানচেস্টার সিটি লাইভ স্কোর Manchester City Live Score অ্যাস্টন ভিলা বনাম ম্যান সিটি প্রিভিউ Aston Villa vs Man City Preview ম্যান সিটি কে জিতবে রডরি Rodri অ্যাস্টন ভিলা ম্যান সিটি Aston Villa Man City

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত