ঢাকা, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২
কুয়াকাটার সকল হোটেল-মোটেল, রিসোর্ট বন্ধের ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীর কুয়াকাটায় ভ্যাট কর্মকর্তার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগে আবাসিক হোটেল-মোটেল, রিসোর্টসহ সকল ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধের হুমকি দিয়েছে ব্যবসায়ীরা। শনিবার সকালে কুয়াকাটা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স এসোসিয়েশনের সদস্যরা।
কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স এসোসিয়েশনের সভাপতি এম.এ. মোতালেব শরীফ জানান, সোমবার (২৭ অক্টোবর) সকাল থেকে এই কর্মবিরতি কার্যক্রম শুরু হবে।
ব্যবসায়ীরা অভিযোগ করেন, ৮ অক্টোবর হোটেল সৈকতে উপস্থিত সহকারী কমিশনার (ভ্যাট) এ কে এম জামিউল আলম হোটেল ম্যানেজারের সঙ্গে বাজে ব্যবহার করেন। হোটেল মালিক না থাকায় ম্যানেজার ওনার্স এসোসিয়েশনের সভাপতির সঙ্গে যোগাযোগ করলে কর্মকর্তার অসভ্য আচরণ আরও গুরুতর হয়ে ওঠে।
মানববন্ধনে বক্তারা বলেন, কুয়াকাটা দেশের অন্যতম প্রধান পর্যটনকেন্দ্র। সরকারি কর্মকর্তাদের এই ধরনের আচরণ পর্যটন খাতের জন্য উদ্বেগের সৃষ্টি করছে। তাই অবিলম্বে ওই কর্মকর্তাকে পটুয়াখালী জেলা থেকে প্রত্যাহার করার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাইদুর রহমান, হোটেল আল হেরা চেয়ারম্যান মাইনুল ইসলাম মান্নান, কুয়াকাটা শিল্পী গোষ্ঠীর সভাপতি হোসাইন আমির, কুয়াকাটা ট্যুর গাইড এসোসিয়েশনের সভাপতি কে এম বাচ্চু, রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ ১৬টি ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় এম.এ. মোতালেব শরীফ বলেন, “আমরা নিয়মিতভাবে ভ্যাট প্রদান করছি। অথচ কর্মকর্তা অশ্লীল ও বাজে মন্তব্য করে ব্যবসায়ীদের মানহানি করেছেন। আগামী রোববারের মধ্যে তার প্রত্যাহার না হলে সোমবার থেকে সমস্ত হোটেল-মোটেল ও রেস্টুরেন্ট বন্ধ রাখব।”
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কুয়াকাটা বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্যসচিব কাউসার হামিদ বলেন, বিষয়টি জানা গেছে। জেলা প্রশাসকের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- খেলোয়াড়দের নিয়ন্ত্রণে শেয়ারবাজার, অসহায় নিয়ন্ত্রক সংস্থা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে কেডিএস এক্সেসরিজ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু ফেব্রিক্স
- ঘোষণা দিয়েও শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড দেয়নি ১৭ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে স্কয়ার টেক্সটাইল
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু এগ্রো
- শেয়ারবাজারে হাহাকার, ৮ দিনে ৪২ হাজার কোটি টাকা গায়েব!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ১৯ কোম্পানি, দেখুন এক নজরে
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি সরাসরি ফ্রিতে দেখুন(LIVE)
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি সরাসরি দেখুন(LIVE)
- ২১ দাবিতে নতুন বেতন কাঠামোর প্রস্তাব, সর্বনিম্ন ৩৫ হাজার
- ডিভিডেন্ড ঘোষণা করেছে শমরিতা হাসপাতাল
- লাফার্জহোলসিমের অন্তর্বর্তীকালিন ডিভিডেন্ড ঘোষণা
- শেয়ারবাজারের তালিকায় যুক্ত হলো আরও এক বন্ধ কোম্পানি
- মার্জিন ঋণ নিয়ে গুজব, বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান বিএসইসির