ঢাকা, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ৯ কার্তিক ১৪৩২

বিক্রি বাড়লেও খরচের আগুনে পুড়ছে সিঙ্গার

মোবারক হোসেন
মোবারক হোসেন

রিপোর্টার

২০২৫ অক্টোবর ২৪ ২১:১৯:৪৮

বিক্রি বাড়লেও খরচের আগুনে পুড়ছে সিঙ্গার

মোবারক হোসেন: ইলেকট্রনিক্স ও গৃহস্থালী সামগ্রী প্রস্তুতকারক বহুজাতিক প্রতিষ্ঠান সিঙ্গার বাংলাদেশ লিমিটেড ২০২৫ সালের প্রথম নয় মাসে বিক্রি ডাবল-ডিজিট পরিমাণে বৃদ্ধি পাওয়া সত্ত্বেও ১১৪ কোটি টাকা লোকসানের খবর দিয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) প্রকাশিত তাদের অনিরীক্ষিত আর্থিক বিবরণী অনুসারে, জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানিটির টার্নওভার গত বছরের তুলনায় ১৫ শতাংশ বেড়ে ১ হাজার ৭৮৪ কোটি টাকা হয়েছে, যা তাদের পণ্যের প্রতি শক্তিশালী চাহিদা প্রতিফলিত করে। তবে, বিক্রির এই লাভজনক দিকটি বেড়ে যাওয়া খরচ, উচ্চ পরিচালন ব্যয় এবং বর্ধিত আর্থিক চার্জের কারণে চাপা পড়ে গেছে, যা প্রতিষ্ঠানটিকে লোকসানের দিকে ঠেলে দিয়েছে।

শুধুমাত্র জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে সিঙ্গার বাংলাদেশ-এর আয় গত বছরের তুলনায় ১৫ শতাংশ বেড়ে ৪১৩ কোটি টাকা হলেও, এই প্রান্তিকে তাদের লোকসান হয়েছে ৪৭ কোটি ৯৩ লাখ টাকা। এই লোকসানের পরিমাণ গত অর্থবছর-এর একই প্রান্তিকের লোকসানের চেয়ে ১৫৮ শতাংশ বেশি।

কোম্পানিটি জানিয়েছে যে, গ্রস প্রফিট মার্জিন ১.৮০ শতাংশ কমে যাওয়াই মুনাফায় এই পতনের প্রধান কারণ।

টার্নওভার বৃদ্ধি পেলেও সিঙ্গার জানিয়েছে, তারা উৎপাদনের গড় খরচ এবং প্রচারমূলক ব্যয় বৃদ্ধির বিপরীতে পণ্যের দাম যথেষ্ট পরিমাণে বাড়াতে পারেনি। কারণ, এমনটি করলে তাদের পণ্য বাজারে প্রতিযোগিতার সক্ষমতা হারাতো।

বিজ্ঞাপন, বিক্রয় প্রচার, ওয়ারেন্টি দাবি, অবচয় এবং অনাদায়ী ঋণ সংস্থানের জন্য ব্যয় বৃদ্ধির কারণে পরিচালন ব্যয় গত বছরের তুলনায় ১৩.৯০ শতাংশ বেড়েছে। তৃতীয় প্রান্তিকে পরিচালন মুনাফা এক বছর আগের তুলনায় ৯.৮০ শতাংশ কমে গেছে।

স্বল্পমেয়াদী ঋণ বৃদ্ধির কারণে আর্থিক খরচ প্রায় ১১৯ শতাংশ বেড়েছে। পাশাপাশি, মার্চ ২০২৫-এ বিদেশী ঋণের মূলধনীয়করণের সময়কাল শেষ হওয়ার পর ঋণের ওপর সুদের ব্যয় ১৭৯.৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

কোম্পানিটি আরও জানিয়েছে, এই ঋণগুলো বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)-এর অধীনে একটি নতুন উৎপাদন প্ল্যান্টে অর্থায়নের জন্য ব্যবহার করা হয়েছিল। এই প্ল্যান্ট তাদের উৎপাদন ক্ষমতা তিনগুণ বাড়িয়ে দেবে এবং আগামী বছরগুলোতে ব্যয়ের দক্ষতা বাড়াতে সহায়তা করবে, যা মধ্যমেয়াদে মুনাফা পুনরুদ্ধার করতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে।

এএসএম/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত