ঢাকা, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ৯ কার্তিক ১৪৩২

কত লাখ টাকায় হয়েছিল সালমান শাহ হত্যার চুক্তি?

২০২৫ অক্টোবর ২৪ ১৭:৩৪:২৮

কত লাখ টাকায় হয়েছিল সালমান শাহ হত্যার চুক্তি?

নিজস্ব প্রতিবেদক :বাংলা চলচ্চিত্রের নব্বইয়ের দশকের সুপারস্টার সালমান শাহের মৃত্যু আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় তার রহস্যজনক মৃত্যু হয়। সে সময় সালমানের সাবেক স্ত্রী সামিরা হক ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে দাবি করলেও পরিবারের অভিযোগ ছিল— এটি পরিকল্পিত হত্যা। প্রায় তিন দশক পর, ২০ অক্টোবর আদালত সালমান শাহর অপমৃত্যু মামলাকে হত্যা মামলায় রূপান্তরের নির্দেশ দিয়েছেন। নির্দেশের পরদিনই সালমান শাহর মামা আলমগীর কুমকুম রমনা থানায় নতুন করে হত্যা মামলা দায়ের করেন।

এ রায়ের পর পুরোনো আলোচনায় ফিরে এসেছে ১৯৯৭ সালে আসামি রেজভীর দেওয়া এক জবানবন্দি, যেখানে তিনি সরাসরি হত্যার দায় স্বীকার করেছিলেন। রেজভী বলেন, “আমরা সালমান শাহকে হত্যা করেছি, আর ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে সাজানো হয়েছে।” তার দাবি, এ হত্যাকাণ্ডের নেপথ্যে ছিলেন সালমানের স্ত্রী সামিরা, শাশুড়ি লতিফা হক লুসি এবং আরও কয়েকজন।

রেজভীর ১৬৪ ধারার জবানবন্দি অনুযায়ী, সালমান শাহর মৃত্যু ছিল ১২ লাখ টাকার এক “হত্যা চুক্তির” ফল। এই চুক্তির মূল উদ্যোক্তা ছিলেন শাশুড়ি লতিফা হক লুসি। এতে যুক্ত ছিলেন চলচ্চিত্রের কয়েকজন পরিচিত খলনায়ক— ডন, ডেভিড, ফারুক ও জাভেদ। রেজভীর বর্ণনা অনুযায়ী, ১৯৯৬ সালের ৫ সেপ্টেম্বর গুলিস্তানের এক বারে চুক্তির ৬ লাখ টাকা অগ্রিম দেওয়া হয় এবং হত্যার প্রস্তুতি সম্পন্ন করা হয়।

তিনি জানান, গভীর রাতে সালমান শাহর ইস্কাটনের বাসায় প্রবেশ করে ঘুমন্ত অবস্থায় তাকে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করা হয়। এরপর ইনজেকশন পুশ করে হত্যা করা হয় সালমানকে। পরে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে দেখাতে তাকে সিলিং ফ্যানে ঝুলিয়ে দেওয়া হয়। এই হত্যাকাণ্ডের সময় উপস্থিত ছিলেন সামিরা, তার মা লতিফা হক লুসি এবং এক আত্মীয় রুবি।

তবে এত বছর ধরে তদন্ত কমিটিগুলো এই ঘটনাকে অপমৃত্যু হিসেবেই উল্লেখ করেছে। অবশেষে ২৯ বছর পর আদালতের নির্দেশে মামলাটি নতুনভাবে তদন্তাধীন রয়েছে।

ডুয়া/নয়ন

পুলিশ জানিয়েছে, এই হত্যা মামলার আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইতিমধ্যে রমনা থানার পক্ষ থেকে দেশের সব বিমানবন্দর ও স্থলবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। মামলাটি পুনরায় তদন্তের আওতায় থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

চলচ্চিত্রপ্রেমী মানুষদের কাছে সালমান শাহ শুধু এক নায়ক নন, তিনি এক যুগের প্রতীক। তার অকাল মৃত্যু নিয়ে রহস্য ও বিতর্ক আজও শেষ হয়নি। এবার আদালতের নতুন নির্দেশে সেই পুরোনো রহস্য হয়তো নতুনভাবে উন্মোচিত হতে যাচ্ছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত