ঢাকা, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ৯ কার্তিক ১৪৩২

আগামী সপ্তাহে ৩ দিনের লম্বা ছুটি

২০২৫ অক্টোবর ২৪ ১৫:০১:২৮

আগামী সপ্তাহে ৩ দিনের লম্বা ছুটি

নিজস্ব প্রতিবেদক :চলতি বছরের শেষ দুই মাসে সরকারি ছুটির সংখ্যা সীমিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অক্টোবরের শুরুতেই সরকারি কর্মচারীরা একটানা চারদিনের ছুটি উপভোগ করেছেন। ১ অক্টোবর ছিল নির্বাহী আদেশ অনুযায়ী ছুটি, ২ অক্টোবর বিজয়া দশমীর কারণে, আর ৩ ও ৪ অক্টোবর ছিল যথাক্রমে শুক্র ও শনিবারের সাপ্তাহিক বন্ধ।

সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, বছরের বাকি সময়ে শুধুমাত্র আরও দুটি সাধারণ ছুটি বাকি আছে। অক্টোবরের বাকি সময় এবং পুরো নভেম্বর মাসে আর কোনো সরকারি ছুটি নেই।

এই দুটি বাকি ছুটি হলো বিজয় দিবস মঙ্গলবার, ১৬ ডিসেম্বর এবং যিশুখ্রিস্টের জন্মদিন বা বড়দিন বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর। বড়দিন বৃহস্পতিবার হওয়ায় এর সঙ্গে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার যুক্ত হচ্ছে, ফলে সরকারি চাকরিজীবীরা টানা তিনদিনের দীর্ঘ ছুটি কাটানোর সুযোগ পাবেন।।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত