ঢাকা, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২

আন্তর্জাতিক তদন্ত শুরু,আগুনের কারণ খুঁজবে বিশেষজ্ঞরা: প্রেস সচিব

২০২৫ অক্টোবর ২৩ ১৭:৫৫:২৪

আন্তর্জাতিক তদন্ত শুরু,আগুনের কারণ খুঁজবে বিশেষজ্ঞরা: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক :প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, বিমানবন্দরে আগুন লাগার কারণ নির্ণয়ে ইতোমধ্যেই স্কটল্যান্ডইয়ার্ড, অস্ট্রেলিয়া, চীন ও তুরস্ক সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাদের সঙ্গে সমন্বয় করে ঘটনার একটি ফরেনসিক তদন্ত সম্পন্ন করা হবে এবং আগুন কীভাবে লেগেছে তা শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রেস সচিব এই তথ্য জানান। তিনি আরও জানান, প্রধান উপদেষ্টা আগুনের প্রস্তুতি ও সুরক্ষা নিশ্চিত করতে এক সপ্তাহের একটি বিশেষ কার্যক্রম চালানোর নির্দেশ দিয়েছেন। এই সপ্তাহে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো তাদের অগ্নি নির্বাপণ প্রস্তুতি পরীক্ষা করবে এবং সম্ভাব্য ঝুঁকি ও নিরাপত্তা ঘাটতি শনাক্ত করবে।

প্রেস সচিব বলেন, উপদেষ্টাদের নির্দেশনা অনুযায়ী সরকারি প্রতিষ্ঠানগুলো নিজস্ব ফায়ার সেফটি প্রটোকল পর্যালোচনা করবে এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবে।

এছাড়া নির্বাচনের প্রস্তুতি সংক্রান্ত আলোচনা বিষয়েও প্রেস ব্রিফিংয়ে তথ্য দেওয়া হয়। সেখানে বডিক্যাম ও সিসিটিভি ব্যবহারের বৈধতা, কোথায় ও কিভাবে ব্যবহার করা যাবে, ড্রোন ব্যবহারসহ নির্বাচনী নিরাপত্তা ও পর্যবেক্ষণ ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

উল্লেখ্য, এসব উদ্যোগ নির্বাচনের স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে নেওয়া হচ্ছে।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ