ঢাকা, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২

রাজধানীতে আজ যেসব কর্মসূচি রয়েছে

২০২৫ অক্টোবর ২৩ ১০:৩৩:৩৮

রাজধানীতে আজ যেসব কর্মসূচি রয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকায় বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিভিন্ন সরকারি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের গুরুত্বপূর্ণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। দিনের শুরুতেই কিছু প্রধান কর্মসূচির সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হলো।

বিএনপির কর্মসূচি:সকাল ১১টা: কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মুক্তিযোদ্ধা স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘শহীদ জিয়া’ গ্রন্থের মোড়ক উন্মোচন। প্রধান অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

সকাল ১১টা: আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করবে বিএনপির প্রতিনিধি দল। দলটির নেতৃত্ব দেবেন স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

সকাল ১১টা: জাতীয় প্রেসক্লাবে ইউট্যাব আয়োজন করবে ‘২৪ জুলাই গণ-অভ্যুত্থান: তারুণ্যের ভাবনায় শিক্ষা ও কর্মসংস্থান’ শীর্ষক আলোচনা সভা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

জাতীয় পার্টির কর্মসূচি:বিকাল ৩টা: কাকরাইলস্থ কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে ‘উপজেলা দিবস’ উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। বক্তব্য দেবেন জাতীয় পার্টির মহা-সচিব শামীম হায়দার পাটোয়ারীসহ অন্যান্য নেতারা।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত