ঢাকা, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২

নির্বাচনের আগে ডিসি সম্মেলন: আসছে নতুন নির্দেশনা

২০২৫ অক্টোবর ২৩ ০০:৪৫:৩৪

নির্বাচনের আগে ডিসি সম্মেলন: আসছে নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনকে ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছে সরকার। এর অংশ হিসেবে, আগামী ২৬ সালের ফেব্রুয়ারি মাসের নির্বাচনকে লক্ষ্য করে ডিসিদের করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিতে ডিসি সম্মেলন-২০২৬ এগিয়ে আনা হতে পারে। সাধারণত বছরের প্রথম তিন মাসে এই সম্মেলন অনুষ্ঠিত হলেও, এবার চলতি বছরের শেষ সপ্তাহে বা আগামী জানুয়ারিতে এটি আয়োজনের কথা ভাবছে মন্ত্রিপরিষদ বিভাগ।

মন্ত্রিপরিষদ বিভাগ ইতোমধ্যে ডিসিদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব চেয়ে চিঠি পাঠিয়েছে। এসব প্রস্তাব জমা দেওয়ার শেষ সময় ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। ডিসিদের কাছ থেকে প্রাপ্ত প্রস্তাবগুলো যাচাই-বাছাই করে সেগুলোর সঙ্গে সরকারের নির্দেশনা যুক্ত করে সম্মেলনে উপস্থাপন করা হবে। বিশেষত, সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজনে কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে, সে বিষয়ে ডিসিদের সুস্পষ্ট প্রস্তাবনা চাওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর দেশের ৬৪ জেলায় নতুন ডিসি পদায়ন করা হয়েছে। জরুরি প্রয়োজন না হলে ডিসিদের আর সরানো হবে না।

যদি নির্বাচনের আগেই এই সম্মেলন অনুষ্ঠিত হয়, তবে এটি হবে অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় জেলা প্রশাসক সম্মেলন। পূর্ববর্তী সম্মেলনে আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচন এবং দুর্নীতি দমনের বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়েছিল। এবার অগ্রাধিকারের তালিকায় থাকছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।

গত বছর ডিসি সম্মেলনে আইনশৃঙ্খলা বাহিনীর মারণাস্ত্র ব্যবহার বন্ধ, জনপ্রতিনিধিদের ক্ষমতা হ্রাস, ইজিবাইকের নীতিমালা, জেলা সার্কিট হাউজ ও ডিসি কার্যালয়কে কেপিআইভুক্তকরণ, পার্বত্য ভাতার বৃদ্ধি, এডিসি বদলি ও পদায়ন বিভাগীয় কমিশনারের অধীনে দেওয়াসহ বিভিন্ন প্রস্তাব এসেছিল, যার বেশিরভাগই এখনও বাস্তবায়িত হয়নি। তবে গত বছর ডিসি সম্মেলনের ৪৫ শতাংশ সিদ্ধান্ত বাস্তবায়ন হয়েছে বলে জানা গেছে।

আসন্ন সম্মেলনেও ওসমানী স্মৃতি মিলনায়তনে ৫৪টি মন্ত্রণালয় এবং বিভাগের সঙ্গে বৈঠক হবে ডিসিদের। মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আবদুর রশিদ এবং জেলা প্রশাসকরা সম্মেলনের তারিখ চূড়ান্ত না হলেও প্রস্তুতির কথা জানিয়েছেন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত