ঢাকা, বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২

অনূর্ধ্ব-১৬ দলে সুযোগ পেয়েছে রোনালদোর ছেলে

২০২৫ অক্টোবর ২২ ১৩:০৯:১৮

অনূর্ধ্ব-১৬ দলে সুযোগ পেয়েছে রোনালদোর ছেলে

স্পোর্টস ডেস্ক: ক্রিস্টিয়ানো রোনালদোর পথ ধরেই এগিয়ে চলেছেন তাঁর ছেলে ক্রিস্টিয়ানো রোনালদো জুনিয়র। মাত্র ১৫ বছর বয়সেই পেলেন জীবনের অন্যতম বড় স্বীকৃতি প্রথমবারের মতো ডাক পেয়েছেন পর্তুগালের অনূর্ধ্ব-১৬ দলে।

পর্তুগিজ ফুটবলের এই তরুণ প্রতিভাকে ২২ সদস্যের দলে রাখা হয়েছে, যারা অংশ নেবে ফেডারেশন্স কাপ নামের একটি আন্তর্জাতিক যুব টুর্নামেন্টে। এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে তুরস্কে, যেখানে পর্তুগাল অনূর্ধ্ব-১৬ দল মুখোমুখি হবে তুরস্ক, ওয়েলস ও ইংল্যান্ডের বিপক্ষে। টুর্নামেন্টটি চলবে আগামী ৩০ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত।

রোনালদো জুনিয়রের জাতীয় দলের এই ডাকে তাঁর ফুটবল ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু হলো। এর আগে চলতি বছরের মে মাসে তিনি পর্তুগালের অনূর্ধ্ব-১৫ দলে অভিষেক করেছিলেন। মাত্র কয়েক মাসের ব্যবধানে অনূর্ধ্ব-১৬ দলে উন্নীত হওয়ায় ফুটবলবিশ্বে তাঁর ভবিষ্যৎ নিয়ে উচ্ছ্বাস বেড়েছে। অনেকেই মনে করছেন, এই ধারাবাহিকতা বজায় থাকলে একদিন হয়তো তাঁকে বাবার সঙ্গেও একই দলে দেখা যাবে।

ফুটবল শেখার শুরু থেকেই জুনিয়র বাবার পথ অনুসরণ করছেন। তিনি ইতালির জুভেন্টাস ও ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনাইটেড একাডেমিতে খেলেছেন যে দুটি ক্লাবে খেলেছিলেন তাঁর কিংবদন্তি বাবা ক্রিস্টিয়ানো রোনালদোও। বর্তমানে রোনালদো সিনিয়র সৌদি আরবের ক্লাব আল নাসর-এ খেলছেন।

রোনালদো জুনিয়রের এই সাফল্যের পেছনে তাঁর বাবার অনুপ্রেরণা যে অন্যতম, তা বলাই বাহুল্য। ক্রিস্টিয়ানো রোনালদো নিজে ২০০১ সালে পর্তুগালের অনূর্ধ্ব-১৫ দলে প্রথমবার মাঠে নামেন। এরপর জাতীয় দলের হয়ে খেলেছেন রেকর্ড ২২৩টি ম্যাচে, করেছেন ১৪৩টি গোল যা পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ।

পিতা-পুত্রের এই সমান্তরাল যাত্রা এখন ফুটবলপ্রেমীদের মনে একটাই প্রশ্ন জাগিয়েছে একদিন কি দেখা যাবে রোনালদো ও রোনালদো জুনিয়রকে একই মাঠে, একই জার্সিতে খেলতে? সময়ই এর উত্তর দেবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত