ঢাকা, রবিবার, ১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২

আন্দোলনে বড় বিজয়: প্রজ্ঞাপন হাতে নিয়ে শ্রেণিকক্ষে ফিরছেন শিক্ষকরা

২০২৫ অক্টোবর ২১ ১৬:৩৩:৫৩

আন্দোলনে বড় বিজয়: প্রজ্ঞাপন হাতে নিয়ে শ্রেণিকক্ষে ফিরছেন শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক :এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের বড় অর্জন হয়েছে বলে জানিয়েছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সভাপতি ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসাইন আজিজী। তিনি বলেন, আন্দোলন করে প্রজ্ঞাপন হাতে নিয়ে বাড়ি ফিরছেন শিক্ষকরা। তাই আন্দোলন প্রত্যাহার করে বুধবার থেকে শ্রেণিকক্ষে ফিরবেন তারা।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

অধ্যক্ষ দেলাওয়ার হোসাইন আজিজী বলেন, গত আট দিন শিক্ষকরা শ্রেণিকক্ষে যেতে পারেননি। এটি ছিল ন্যায্য দাবি, আর সেটি পূরণ হওয়ায় আমরা শ্রেণিকক্ষে ফিরব। তিনি আরও বলেন, বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত শনিবার স্কুল খোলা থাকবে, যাতে শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি পুষিয়ে দেওয়া যায়।

তিনি জানান, সরকার সব পক্ষের দাবি বিবেচনা করে আলোচনার মাধ্যমে সমাধান দিয়েছে। “সরকার কেবল আমাদের নিয়েই কাজ করে না, আরও অনেক শিক্ষা গ্রুপ, স্বতন্ত্র প্রতিষ্ঠান, নন-এমপিও, সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ সবার বিষয় দেখতে হয়। তাই আলোচনায় আমরা কিছু ছাড় দিয়েছি, তারাও কিছু ছাড় দিয়েছেন,” বলেন তিনি।

দেলাওয়ার আজিজী আরও জানান, সরকারের প্রজ্ঞাপনে বাড়িভাতা ১৫ শতাংশ বৃদ্ধির ঘোষণা এসেছে, যা তারা হাতে পেয়েছেন। “আমাদের বড় দাবিটা প্রায় পূরণ হয়ে গেছে। এটা আমাদের বড় বিজয়,” বলেন তিনি।

তিনি আরও জানান, মেডিকেল ভাতার বিষয়ে সরকার কিছু ছাড় দিয়েছে, সেটিও তাদের জন্য সন্তোষজনক সমাধান। আন্দোলন সফলভাবে শেষ হওয়ায় তিনি সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন।

এ সময় বিএনপি, জামায়াত, এনসিপি সহ সব রাজনৈতিক দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অধ্যক্ষ দেলাওয়ার হোসাইন আজিজী।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত