ঢাকা, সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২
হত্যার দায়ে বিচারের মুখে জুলাই আন্দোলনের ৮৩৭ মামলা

নিজস্ব প্রতিবেদক :জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থান চলাকালে ছাত্র-জনতার আন্দোলন দমনে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের নির্দেশে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগে দায়ের করা মামলাগুলোর বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলাগুলো এই সিদ্ধান্তের আওতায় আসবে না।
সোমবার (২০ অক্টোবর) আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, হত্যা ও অন্যান্য গুরুতর অপরাধে দায়েরকৃত মামলাগুলোর প্রসিকিউশনের কার্যক্রম আরও সুষ্ঠু ও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে একটি বিশেষ কমিটি কাজ করবে।
ড. রেজাউল করিম জানান, আওয়ামী সরকারের নির্দেশে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগে এ পর্যন্ত ৮৩৭টি মামলা রেকর্ড হয়েছে। এর মধ্যে ৪৫টি মামলা বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন। এ ছাড়া দেশের বিভিন্ন ফৌজদারি আদালতে পুলিশ ইতোমধ্যে ১৯টি হত্যা মামলার চার্জশিট দাখিল করেছে। এসব মামলাকে দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন, ২০০০-এর ১০ ধারা অনুযায়ী দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হবে।
এ উদ্দেশ্যে আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি বিশেষ কমিটি গঠন করেছে আইন মন্ত্রণালয়। এই কমিটি মামলাগুলোর প্রসিকিউশন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহায়ক ভূমিকা রাখবে।
কমিটির প্রধান দায়িত্ব হবে—জুলাই গণঅভ্যুত্থানকালে সারা দেশে ছাত্র-জনতার আন্দোলন দমনের উদ্দেশ্যে সংঘটিত হত্যাকাণ্ডসহ অন্যান্য গুরুতর অপরাধের অভিযোগে দায়ের হওয়া মামলাগুলোর পূর্ণাঙ্গ তালিকা সংগ্রহ করা, যেখানে প্রতিটি মামলার বর্তমান অবস্থা স্পষ্টভাবে উল্লেখ থাকবে।
এছাড়া যেসব মামলায় চার্জশিট ইতোমধ্যে দাখিল হয়েছে, সেসব মামলায় প্রসিকিউশন কার্যক্রমে যদি কোনো সমস্যা বা প্রতিবন্ধকতা থেকে থাকে, সেগুলো চিহ্নিত করে তা নিরসনে করণীয় সম্পর্কে সুপারিশ করবে কমিটি। এই সুপারিশসমূহ সরকারের কাছে পাঠানো হবে।
সবশেষে, কমিটি তাদের কার্যক্রম ও অগ্রগতি সম্পর্কে ভূক্তভোগী পরিবার ও দেশের জনগণকে সময় সময় অবহিত রাখবে বলে জানানো হয়েছে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ৪০ বছরের ইতিহাসে ডিভিডেন্ডে নজির ভাঙল এপেক্স ট্যানারি
- ডিভিডেন্ড ঘোষণায় রেকর্ড ভাঙ্গল লঙ্কাবাংলা ফাইন্যান্স!
- শেয়ারবাজারে হাহাকার, ৮ দিনে ৪২ হাজার কোটি টাকা গায়েব!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু এগ্রো
- একদিনে 'এ' ক্যাটাগরিতে ফিরল দুই কোম্পানি
- পতন তান্ডবে শেয়ারবাজারে ছোটদের কফিনেও বড় পেরেক!
- বস্ত্র খাতের ৮ কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ১৭ কোম্পানির ডিভিডেন্ড
- মার্জিন ঋণ আতঙ্কে হঠাৎ ধস নামলো শেয়ারবাজারে!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে বিএসআরএম লিমিটেড
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত ৪ কোম্পানি
- শেয়ারবাজার স্থিতিশীল রাখতে এক হাজার কোটি টাকা পাচ্ছে আইসিবি
- ইপিএস প্রকাশ করেছে ৮ কোম্পানি
- ১৪ অক্টোবর: এক নজরে শেয়ারবাজারের ২০ খবর