ঢাকা, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২

টিউশনের পথে নি-হ-ত জবি ছাত্রদল নেতা

২০২৫ অক্টোবর ১৯ ১৯:৩৫:৫৭

টিউশনের পথে নি-হ-ত জবি ছাত্রদল নেতা

নিজস্ব প্রতিবেদক : পুরান ঢাকার আরমানিটোলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী জুবায়েদ হোসাইনকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যার দিকে তিনি টিউশনিতে যাওয়ার পথে এই ঘটনায় নিহত হন। বংশাল থানার ওসি রফিকুল ইসলাম জানিয়েছেন, নিহতের লাশ তার টিউশনের বাসায়, পানির পাম্প গলিতে পাওয়া গেছে। প্রাথমিকভাবে হত্যাকাণ্ডে ছুরিকাঘাতকে দায়ী করা হলেও, এখনও মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হয়নি। পুলিশ ঘটনায় তদন্ত শুরু করেছে এবং হত্যাকারী বা হত্যার মোটিভ খুঁজে বের করতে কাজ করছে।

জুবায়েদ হোসাইন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি কুমিল্লার হোমনা উপজেলার বাসিন্দা। এছাড়া তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য ও কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি ছিলেন। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, তার মৃত্যু খুবই বেদনাদায়ক এবং এটি শিক্ষার্থী সমাজে শোকের ছায়া ফেলেছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক জানান, “নিহতের মৃত্যু খুবই দুঃখজনক। পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে সব সিসিটিভি ফুটেজ পরীক্ষা করতে। আমি নিজে ঘটনাস্থলে যাচ্ছি এবং ঘটনার দ্রুত এবং সুষ্ঠু তদন্ত নিশ্চিত করার চেষ্টা করছি।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত