ঢাকা, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২
অগ্নিকাণ্ডের ঘটনায় প্রতিটি দিক তদন্ত করা হবে: বাণিজ্য উপদেষ্টা
.jpg)
নিজস্ব প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার প্রতিটি দিক তদন্ত করে গভীরভাবে যাচাই করা হবে। এমনকি নাশকতা বা অন্য কোনো বিষয়কেও উপেক্ষা করা হবে না বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
রোববার (১৯ অক্টোবর) ক্ষতিগ্রস্ত কার্গো (৮ নম্বর) ভিলেজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, “সব অভিযোগ ও প্রাপ্ত তথ্য গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করা হবে। একটি ক্যাটালগিং কমিটি গঠন করা হয়েছে, যারা আগুনের আগে এবং পরে সমস্ত পরিস্থিতি সংরক্ষণ করবে। পরে গোয়েন্দা সংস্থা ও অংশীদারদের সঙ্গে মিলিয়ে এর রহস্য উদঘাটন করা হবে।”
তিনি আরও জানান, বিমানবন্দর কার্যক্রমে কোনো ব্যাঘাত না ঘটাতে ২৪ ঘণ্টা, সপ্তাহে সাত দিন কাজ চলবে। ক্ষতিগ্রস্তদের ইনস্যুরেন্স কভারেজ এবং বিমানবন্দরের নিজস্ব কভারেজ মিলিয়ে যথাযথ সিদ্ধান্ত নেওয়া হবে।
উপদেষ্টা বলেন, শনিবার বেলা সোয়া দুইটার দিকে কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট রাত সাড়ে আটটার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতি নিরূপণ ও ধ্বংসপ্রাপ্ত পণ্যের ওজন, আর্থিক ক্ষতি এবং খাতভিত্তিক বিশ্লেষণ চলছে।
এছাড়া আগুনের কারণে প্রায় ২১টি ফ্লাইট ডাইভার্ট বা বাতিল হয়েছে বলে জানান উপদেষ্টা। যাত্রীদের অসুবিধা কমাতে তিন দিন ধরে নন-শিডিউল ফ্লাইটের খরচ মওকুফ করা হচ্ছে। এছাড়া যাত্রীদের খাবার, থাকা এবং অন্যান্য সেবার দায়িত্বও নেওয়া হয়েছে। তবে একসঙ্গে অনেক বিষয় সামলাতে গিয়ে কিছু ব্যত্যয় ঘটতে পারে।
এদিকে অগ্নিকাণ্ডে কোটি কোটি টাকার গার্মেন্টস পণ্য, ওষুধ শিল্পের কাঁচামাল ও আন্তর্জাতিক কুরিয়ার শিপমেন্ট পুড়ে গেছে। ক্ষতিগ্রস্তদের মতে, শুধু আর্থিক ক্ষতি নয়, গুরুত্বপূর্ণ চালানও ধ্বংস হয়েছে। বিশেষ করে ওষুধ শিল্পের কাঁচামাল নষ্ট হওয়ায় দেশের অভ্যন্তরে জীবন রক্ষাকারী ও ক্যান্সারের ওষুধ প্রস্তুত প্রক্রিয়ায় প্রভাব পড়বে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ৪০ বছরের ইতিহাসে ডিভিডেন্ডে নজির ভাঙল এপেক্স ট্যানারি
- ডিভিডেন্ড ঘোষণায় রেকর্ড ভাঙ্গল লঙ্কাবাংলা ফাইন্যান্স!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু এগ্রো
- একদিনে 'এ' ক্যাটাগরিতে ফিরল দুই কোম্পানি
- বস্ত্র খাতের ৮ কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ
- মার্জিন ঋণ আতঙ্কে হঠাৎ ধস নামলো শেয়ারবাজারে!
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ১৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা করেছে বিএসআরএম লিমিটেড
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত ৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত তিন কোম্পানি
- ১৪ অক্টোবর: এক নজরে শেয়ারবাজারের ২০ খবর
- শেয়ারবাজার স্থিতিশীল রাখতে এক হাজার কোটি টাকা পাচ্ছে আইসিবি
- ইপিএস প্রকাশ করেছে ৮ কোম্পানি
- ১০ কোম্পানির কারণে ৩ মাস পেছনে গেল শেয়ারবাজার