ঢাকা, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২
সংসদ ভবনে সংঘর্ষ: জুলাই যোদ্ধাদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
.jpg)
নিজস্ব প্রতিবেদক: সংসদ ভবন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে জুলাই যোদ্ধাদের আন্দোলন ঘিরে। দুপুরের পর থেকে সেখানে টানটান পরিস্থিতির সৃষ্টি হয়, যখন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের ধাওয়া দিয়ে সংসদ ভবন এলাকা থেকে সরিয়ে দেন।
শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর প্রায় ১টা ২০ মিনিটের দিকে ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, টানা কয়েক ঘণ্টা ধরে অবস্থান কর্মসূচি পালন করার পর হঠাৎই আন্দোলনকারীদের একটি অংশ সংসদ ভবনের মূল ফটকের ভেতর থেকে দৌড়ে বেরিয়ে আসে। এ সময় তারা ১২ নম্বর গেট ভেঙে ফেলেন এবং বাইরে অবস্থান নেওয়া পুলিশ সদস্যদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন।
সংসদ ভবনের দক্ষিণ পাশে বের হয়ে জুলাই যোদ্ধাদের একাংশ সড়কে অবস্থান নেয় এবং আশপাশের কয়েকটি ট্রাক ও বাসে ভাঙচুর চালায়। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকে।
পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, ভাঙচুরের শিকার গাড়িগুলোর মধ্যে অন্তত দুটি পুলিশের গাড়ি রয়েছে। পুলিশের গাড়ি লক্ষ্য করে হামলার সময় পুলিশ সদস্যরা ধাওয়া দিলে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এরপরও তারা দূর থেকে পাথর নিক্ষেপ করতে থাকে।
টানা ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশকে লাঠিচার্জ করতেও দেখা যায়। ক্রমে নিয়ন্ত্রণ হারাতে থাকলে, পরিস্থিতি স্থিতিশীল করতে পুলিশ সাউন্ড গ্রেনেড ছোড়ে। এতে আন্দোলনকারীরা কিছুটা পিছু হটে গেলেও দূর থেকে আবারও ইট-পাটকেল ছুড়ে উত্তেজনা বাড়ানোর চেষ্টা করে।
একজন পুলিশ কর্মকর্তা বলেন, আমরা সর্বোচ্চ সংযম দেখানোর চেষ্টা করছি। তবে তারা বারবার হামলা চালাচ্ছে। আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অন্যদিকে জুলাই যোদ্ধাদের কয়েকজন সদস্য অভিযোগ করেন, তারা সংসদ ভবনের সামনে শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলেন, কিন্তু বিনা উসকানিতে পুলিশ তাদের ওপর হামলা চালিয়েছে। তাদের দাবি, জুলাই সনদে আইনি স্বীকৃতি ও নিজেদের স্বীকৃতি না মেলা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।
দুপুর পর্যন্ত সংসদ ভবন সংলগ্ন এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে দক্ষিণ প্লাজার আশপাশের সড়ক।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আফগানিস্তান, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বিশ্বের সবচেয়ে দুর্বল শেয়ারবাজারের খেতাব পেল বাংলাদেশ!
- ৪০ বছরের ইতিহাসে ডিভিডেন্ডে নজির ভাঙল এপেক্স ট্যানারি
- ডিভিডেন্ড ঘোষণায় রেকর্ড ভাঙ্গল লঙ্কাবাংলা ফাইন্যান্স!
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজারে সাড়ে ৬ হাজার কোটি টাকার নতুন তদন্তে বিএসইসি
- একদিনে 'এ' ক্যাটাগরিতে ফিরল দুই কোম্পানি
- মার্জিন ঋণ আতঙ্কে হঠাৎ ধস নামলো শেয়ারবাজারে!
- বাংলাদেশ বনাম আফগানিস্তান,ফ্রিতে দেখবেন যেভাবে
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত ৪ কোম্পানি
- মার্জারের দুই ব্যাংকে ফেঁসে গেল প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত তিন কোম্পানি
- ১৪ অক্টোবর: এক নজরে শেয়ারবাজারের ২০ খবর
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: নোমান আলীর শিকার মার্করাম