ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২

রাকসু নির্বাচনের ফল প্রকাশ: ভিপি নির্বাচিত হলেন মোস্তাকুর

২০২৫ অক্টোবর ১৭ ০৯:০৮:৪৯

রাকসু নির্বাচনের ফল প্রকাশ: ভিপি নির্বাচিত হলেন মোস্তাকুর

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে বিপুল ভোটে জয় পেয়েছেন শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ। সাধারণ সম্পাদক (জিএস) পদে নির্বাচিত হয়েছেন সাবেক সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার, আর সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে জয় পেয়েছেন সোচ্চার রাবি শাখার সভাপতি এস এম সালমান সাব্বির।

আজ শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফল অনুযায়ী, ভিপি পদে মোস্তাকুর রহমান জাহিদ সর্বোচ্চ ১২ হাজার ৬৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের শেখ নূর উদ্দীন আবীর পেয়েছেন ৩ হাজার ৩৯৭ ভোট, এবং ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’ প্যানেলের তাসিন খান পেয়েছেন ১ হাজার ৬২১ ভোট।

জিএস পদে জয়ী হয়েছেন ‘আধিপত্যবিরোধী ঐক্য’ জোটের প্রার্থী সালাহউদ্দিন আম্মার, যিনি পেয়েছেন ১১ হাজার ৫৪৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’-এর ফাহিম রেজা পেয়েছেন ৫ হাজার ৭২৯ ভোট। অন্যদিকে, ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের নাফিউল ইসলাম জীবন পেয়েছেন ১ হাজার ৩২৮ ভোট।

অন্যদিকে, এজিএস পদে ৬ হাজার ৯৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’-এর এস এম সালমান সাব্বির। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ৫ হাজার ৯৪১ ভোট, এবং স্বতন্ত্র প্রার্থী সজিবুর রহমান পেয়েছেন ২ হাজার ৯০৭ ভোট।

এছাড়া পাঁচ সিনেট সদস্য নির্বাচিত হয়েছেন মোস্তাকুর রহমান জাহিদ, সালাহউদ্দিন আম্মার, ফাহিম রেজা, আকিল বিন তালেব ও এস এম সালমান সাব্বির।

এই ফলাফলে রাকসু নির্বাচনে ছাত্রশিবির-সমর্থিত প্রার্থীরা শক্ত অবস্থান তৈরি করেছে বলে শিক্ষাঙ্গনে আলোচনা চলছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ঢাকার আকাশে উড়ছে খাবার

ঢাকার আকাশে উড়ছে খাবার

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে খাদ্য সরবরাহ ব্যবস্থায় নতুন প্রযুক্তির সূচনা ঘটেছে। জাপানি রেস্টুরেন্ট ইজাকায়া ঢাকায় একদিনের পরীক্ষামূলক কার্যক্রমে ড্রোন ব্যবহার... বিস্তারিত