ঢাকা, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসির নজর ১৩ ইস্যুতে

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রাক-প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২০ অক্টোবর নির্বাচন কমিশন (ইসি) ভবনের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে, যেখানে ভোটের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে বিস্তারিত কর্মপরিকল্পনা প্রণয়নের ওপর জোর দেওয়া হবে।
সংসদ নির্বাচনের সময়ে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, ভোটার ও ভোটগ্রহণ কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সোশ্যাল মিডিয়ায় মিথ্যা তথ্য প্রচার রোধ করার বিষয়ে প্রস্তুতিমূলক সভায় প্রাধান্য পাবে। নির্বাচন কমিশন সচিবালয়ের সংশ্লিষ্ট শাখার আইনশৃঙ্খলা বিষয়ক প্রাক-প্রস্তুতিমূলক সভার কার্যপত্র থেকে এ তথ্য জানা গেছে।
ইসির সংশ্লিষ্ট শাখার নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন, সভায় নির্বাচনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মোট ১৩টি বিষয় নিয়ে আলোচনা হবে। তবে কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী গোপনীয়তা অবলম্বন করা হচ্ছে, তাই বিস্তারিত বলা সম্ভব নয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৬২ লাখ ৩৬ হাজার ১৭১ জন, যা দ্বাদশ সংসদ নির্বাচনে ছিল ১১ কোটি ৯৭ লাখ ৬০ হাজার ৭৯০ জন। এই বিপুল সংখ্যক ভোটার ৪২ হাজার ৬১৮টি ভোটকেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন, যা গত সংসদ নির্বাচনে ছিল ৪২ হাজার ১৪৮টি। আসন্ন নির্বাচনে ভোটকেন্দ্র বাড়লেও ভোটকক্ষ কমেছে, মোট ভোটকক্ষ থাকবে ২ লাখ ৪৪ হাজার ৪৬টি, যা গত নির্বাচনে ছিল ২ লাখ ৬১ হাজার ৫৬৪টি।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬৬ জন রিটার্নিং অফিসার দায়িত্ব পালন করবেন। গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২ জন বিভাগীয় কমিশনার ও ৬৪ জন জেলা প্রশাসক রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য কমিশন এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিবেন। সহকারী রিটার্নিং অফিসার নিয়োগের বিষয়েও কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত নিবে।
১৩টি বিষয়ের মধ্যে উল্লেখযোগ্য দিকগুলো হলো:
ভোটকেন্দ্রের নিরাপত্তা ও পরিবেশ: ভোটগ্রহণ কর্মকর্তা, ভোটকেন্দ্রের নিরাপত্তা ও নির্বাচনি এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা।
সমন্বয় ও সুসংহতকরণ: আইনশৃঙ্খলা রক্ষাকারী সকল সংস্থাসমূহের কার্যক্রমে সমন্বয় ও সুসংহতকরণ।
সংখ্যালঘুদের নিরাপত্তা: সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং নির্বাচনি সময়ে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতকরণ।
অবৈধ অস্ত্রের ব্যবহার রোধ: অবৈধ অস্ত্র ব্যবহার কঠোরভাবে নিয়ন্ত্রণ ও দমন।
সাইবার নিরাপত্তা: এআই প্রযুক্তি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল ও মিথ্যা তথ্যের প্রচারণা রোধে কার্যকরী কৌশল।
বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষক: নির্বাচনে আগত বিদেশি সাংবাদিক ও প্রাক পর্যবেক্ষকদের জন্য বিশেষ নিরাপত্তা সহযোগিতা।
মোতায়েন পরিকল্পনা: নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষার্থে সশস্ত্র বাহিনীর সদস্যদের মোতায়েন পরিকল্পনা চূড়ান্তকরণ।
দুর্গম এলাকায় সহায়তা: পার্বত্য ও দুর্গম এলাকায় নির্বাচনি দ্রব্যাদি পরিবহণ এবং ভোটগ্রহণ কর্মকর্তাদের জন্য হেলিকপ্টার সহায়তা।
ড্রোন নিষিদ্ধকরণ: নির্বাচনের সময় ড্রোন ক্যামেরা ব্যবহার নিষিদ্ধকরণের সিদ্ধান্ত।
বৈঠকে যাদের আমন্ত্রণ জানানো হয়েছে তাদের মধ্যে রয়েছেন সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, মহাপুলিশ পরিদর্শক, বর্ডার গার্ড বাংলাদেশ/কোস্টগার্ড/আনসার ও ভিডিপি/ডিজিএফআই/এনএসআই/এনটিএমসি/র্যাবের মহাপরিচালক এবং স্পেশাল ব্রাঞ্চ (এসবি)/ সিআইডি অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আফগানিস্তান, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বিশ্বের সবচেয়ে দুর্বল শেয়ারবাজারের খেতাব পেল বাংলাদেশ!
- ৪০ বছরের ইতিহাসে ডিভিডেন্ডে নজির ভাঙল এপেক্স ট্যানারি
- ডিভিডেন্ড ঘোষণায় রেকর্ড ভাঙ্গল লঙ্কাবাংলা ফাইন্যান্স!
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজারে সাড়ে ৬ হাজার কোটি টাকার নতুন তদন্তে বিএসইসি
- একদিনে 'এ' ক্যাটাগরিতে ফিরল দুই কোম্পানি
- বিনিয়োগকারীদের স্বস্তি ফেরাবে বিএসইসি’র নতুন নিয়ম
- বাংলাদেশ বনাম আফগানিস্তান,ফ্রিতে দেখবেন যেভাবে
- মার্জিন ঋণ আতঙ্কে হঠাৎ ধস নামলো শেয়ারবাজারে!
- মার্জারের দুই ব্যাংকে ফেঁসে গেল প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত ৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত তিন কোম্পানি
- ১৪ অক্টোবর: এক নজরে শেয়ারবাজারের ২০ খবর