ঢাকা, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২

খালেদা জিয়া ও তারেক রহমানকে জুলাই সনদ অনুষ্ঠানে আমন্ত্রণ

২০২৫ অক্টোবর ১৬ ১৯:৪৪:০১

খালেদা জিয়া ও তারেক রহমানকে জুলাই সনদ অনুষ্ঠানে আমন্ত্রণ

নিজস্ব প্রতিবেদক:শুক্রবার (১৭ অক্টোবর) বিকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এদিন সেখানে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর করা হবে। অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হবে। অনুষ্ঠান আয়োজন করছে জাতীয় ঐকমত্য কমিশন, যা সনদ কার্যকর করার জন্য রাজনৈতিক ও প্রশাসনিক তত্ত্বাবধান নিশ্চিত করবে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ঐকমত্য কমিশনের প্রতিনিধিদল আজ রাত ৮টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন। সাক্ষাতের সময় তাঁকে অনুষ্ঠানেও যোগ দেওয়ার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হবে।

শায়রুল কবির খান আরও উল্লেখ করেন, কমিশনের প্রতিনিধিদল বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করতে পারেন, যেখানে জুলাই সনদ বাস্তবায়নের দিকনির্দেশনা, কর্মপরিকল্পনা এবং প্রক্রিয়াগত তত্ত্বাবধান নিয়ে আলোচনা হবে। এই উদ্যোগ খালেদা জিয়া ও তারেক রহমানের উপস্থিতি নিশ্চিত করা এবং জাতীয় সনদ কার্যকর করার প্রক্রিয়াকে ত্বরান্বিত করার লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত