ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩২
বিয়ের কারণে পড়াশোনায় অমনোযোগ, এক কলেজের সবাই ফেল
নিজস্ব প্রতিবেদক: পঞ্চগড়ের তিনটি কলেজে শিক্ষার্থীরা এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় কোনো সাফল্য পাননি। বিশেষ করে এক কলেজে দেখা গেছে, ভর্তি হওয়ার পর শিক্ষার্থীদের বিয়ে হওয়ায় পড়াশোনায় মনোযোগ কমে গেছে, ফলে ফলাফলে কোন শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় প্রকাশিত ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে বোদা ও তেঁতুলিয়া উপজেলার তিনটি কলেজ থেকে কেউই উত্তীর্ণ হয়নি। কলেজগুলো হলো বোদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ, মাড়েয়া মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং তেঁতুলিয়া উপজেলার আলহাজ্ব তাজিম উদ্দীন কলেজ।
বোদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে পরীক্ষায় অংশ নেয় ১২ জন শিক্ষার্থী, যার মধ্যে ৪ জন অনুপস্থিত ছিলেন। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নার্গিস পারভিন মৌসুমী জানান, মেয়েদের ভর্তি হওয়ার পর একে একে বিয়ে হয়ে যাওয়ায় তারা পড়াশোনায় মনোযোগ দিতে পারেননি।
মাড়েয়া মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সপেন্দ্রনাথ বর্মন বলেন, উচ্চ মাধ্যমিক শাখা গত ১৪ বছর ধরে এমপিওভুক্ত নয় এবং চার-পাঁচ বছর ধরে কোনো নিয়মিত শিক্ষকও নেই। শিক্ষক না থাকার কারণে শিক্ষার্থীরা পরীক্ষায় পাস করতে পারেননি।
অন্যদিকে তেঁতুলিয়ার আলহাজ তাজিম উদ্দীন কলেজে ৪ জন পরীক্ষার্থী ছিল, যার মধ্যে ২ জন পরীক্ষা দেননি। কলেজের অধ্যক্ষ হাসান আলী জানান, যারা পরীক্ষায় অংশ নিয়েছেন, তাদের অন্তত একজন পাস করা উচিত ছিল। ফলে ফলাফলে কোনো অসংগতি থাকলে বোর্ডের সঙ্গে চ্যালেঞ্জ করা হবে।
বোদা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইবুল ইসলাম বলেন, বিষয়টি জেলা শিক্ষা অফিসে জানানো হয়েছে এবং নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তেঁতুলিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শওকত আলী জানান, তিনি কলেজ প্রধানের কাছ থেকে কারণ জানতে চান।
জেলা শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) খায়রুল আনাম মো. আফতাবুর রহমান হেলালী জানান, তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে শোকজ নোটিশ দেওয়া হবে এবং প্রয়োজনে সরেজমিনে গিয়ে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করা হবে, যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা ক্যাপিটালস বনাম সিলেট টাইটান্স: বোলিংয়ে ঢাকা-দেখুন সরাসরি (LIVE)
- নোয়াখালী এক্সপ্রেস বনাম রংপুর রাইডার্স: ম্যাচটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা বনাম রাজশাহী: ২৩ বল হাতে রেখেই জয়-দেখুন ফলাফল
- নোয়াখালী বনাম রাজশাহী: জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম ঢাকা ক্যাপিটালসের খেলা-সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা ক্যাপিটালস-সিলেট টাইটান্সের জমজমাট খেলা শেষ-দেখুন ফলাফল
- চিকিৎসা জগতের আলোকবর্তিকা ডা. কোহিনূর আহমেদ আর নেই
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম চট্টগ্রাম রয়্যালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- সিলেট টাইটানস বনাম রংপুর রাইডার্স- খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজার স্থিতিশীলতায় বড় পদক্ষেপ নিল বিএসইসি
- ডিভিডেন্ড পেতে হলে নজর রাখুন ২ কোম্পানির রেকর্ড ডেটে
- বিনিয়োগকারীদের ধরে রাখার কৌশলে সবুজে সপ্তাহ শেষ
- নির্বাচনের পর বাজার আরও স্থিতিশীল হবে বলে আশা সংশ্লিষ্টদের
- মিশ্র সূচকের মধ্যেও বাজারে আশাবাদ অব্যাহত
- মিরাকল ইন্ডাস্ট্রিজের লোকসানের পাল্লা আরও ভারী হলো