ঢাকা, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২

৫৬ এজেন্সিকে ওমরাহ কার্যক্রমের অনুমতি দিল সরকার

২০২৫ অক্টোবর ১৬ ১৪:৪৩:২৯

৫৬ এজেন্সিকে ওমরাহ কার্যক্রমের অনুমতি দিল সরকার

নিজস্ব প্রতিবেদক: আগামী ১৪৪৭ হিজরি (২০২৫-২০২৬) সালের পবিত্র ওমরাহ কার্যক্রমে অংশগ্রহণের জন্য দেশের ৫৬টি ট্রাভেল এজেন্সিকে শর্তসাপেক্ষে অনুমোদন দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। বৃহস্পতিবার প্রকাশিত এ তালিকা অনুযায়ী, এটি চলতি বছরের অনুমোদিত ওমরাহ এজেন্সিগুলোর চতুর্থ তালিকা।

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. তফিকুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়েছে, অনুমোদিত প্রতিটি এজেন্সিকে সরকার ও সৌদি আরব সরকারের মধ্যে সম্পাদিত দ্বিপাক্ষিক চুক্তি এবং সমঝোতা স্মারকের সঙ্গে সামঞ্জস্য রেখে ওমরাহ কার্যক্রম পরিচালনা করতে হবে।

তালিকায় আরও বলা হয়েছে, অনুমোদিত কোনো এজেন্সি সরকারের নির্ধারিত কোটা অনুযায়ী সর্বোচ্চ এক হাজার (১০০০) জন ওমরাহযাত্রী প্রেরণ করতে পারবে। এই সীমার অতিরিক্ত যাত্রী পাঠানো যাবে না।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত