ঢাকা, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২

দুই বছর পর চাকরী স্থায়ী হলো ইসির ২৯ মাঠ কর্মকর্তার 

২০২৫ অক্টোবর ১৫ ২০:০৬:৩৫

দুই বছর পর চাকরী স্থায়ী হলো ইসির ২৯ মাঠ কর্মকর্তার 

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশন (ইসি) তাদের ২৯ জন মাঠ কর্মকর্তার চাকরি স্থায়ী করেছে, যারা প্রায় দুই বছর আগে নিয়োগ পেয়েছিলেন।

বুধবার (১৫ অক্টোবর) ইসির জনবল ব্যবস্থাপনা শাখার উপ-সচিব ইকবাল হোসেন এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইসি সচিবালয়ের আওতাধীন ২৯ জন সহকারী উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তার চাকরি স্থায়ী করা হলো। এই কর্মকর্তারা ২০২৩ সালের নভেম্বর ও ডিসেম্বরে সহকারী উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তা পদে যোগদান করেছিলেন। তাদের যোগদানের তারিখ থেকেই চাকরি স্থায়ী করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এই পদক্ষেপ নির্বাচন কমিশনের জনবল ব্যবস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ সংযোজন। এটি মাঠ পর্যায়ে নির্বাচন কার্যক্রম পরিচালনায় কর্মকর্তাদের স্থিতিশীলতা ও কর্মস্পৃহা বাড়াতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত