ঢাকা, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২

কেমিক্যাল গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

২০২৫ অক্টোবর ১৫ ১৮:০৭:৫৪

কেমিক্যাল গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ২৭ ঘণ্টার চেষ্টার পর অবশেষে রাজধানীর মিরপুরের রূপনগরে কেমিক্যাল গোডাউনে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১৫ অক্টোবর) বিকেলে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।

তিনি জানান, বুধবার সকাল ১১টা ৪০ মিনিটে দ্বিতীয় দফায় আগুন নিয়ন্ত্রণের অভিযান শুরু হয় এবং দুপুর ২টা ৪০ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

এর আগে মঙ্গলবার বেলা ১১টা ৪০ মিনিটে মিরপুরের শিয়ালবাড়ি এলাকায় আলম এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের ভবনে আগুন লাগে। ভবনটির নিচতলায় কেমিক্যাল গোডাউন এবং উপরের তলায় পোশাক কারখানা ছিল। অল্প সময়েই আগুন ছড়িয়ে পড়লে ভবনের ভেতরে বহু শ্রমিক আটকা পড়ে। পরে দমকল বাহিনী দীর্ঘ অভিযান চালিয়ে কয়েকজনের পোড়া লাশ উদ্ধার করে।

স্থানীয়রা জানান, ভবনটির কেমিক্যাল গোডাউনটি ছিল সম্পূর্ণ অননুমোদিত। ফলে অগ্নিকাণ্ড দ্রুত ভয়াবহ আকার ধারণ করে। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনীকে প্রচণ্ড বেগ পেতে হয়।

ফায়ার সার্ভিসের পরিচালক তাজুল ইসলাম বলেন, ধাপে ধাপে কাজ এগোচ্ছে। ভবনের বেশ কিছু অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ক্ষতির পরিমাণ রাজউকের পরিদর্শনের পর নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরও জানান, আলম এন্টারপ্রাইজের মূল ফটকটি তালাবদ্ধ থাকায় প্রথমে ভেতরে প্রবেশে বাধা সৃষ্টি হয়। পরে অপারেশনের মাধ্যমে তল্লাশি চালানো হয়, তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভবনের ভেতরে আর কেউ নেই।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত