ঢাকা, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২
গণভোট হবে কি না তা নিয়ে ‘সংশয়ে’ ইসি
.jpg)
নিজস্ব প্রতিবেদক: জুলাই সনদ বাস্তবায়নে জনগণের মতামত জানতে ‘গণভোট’ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তুঙ্গে উঠলেও, এ বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) এখনো কোনো সিদ্ধান্ত বা সরকারি বার্তা পায়নি। এমনকি গণভোট আদৌ হবে কি না, তা নিয়েও ইসির মধ্যে ‘সংশয়’ রয়েছে।
বিএনপি সংসদ নির্বাচনের দিন পৃথক ব্যালটে গণভোটের দাবি জানাচ্ছে, অন্যদিকে জামায়াতসহ কিছু দল চাইছে সংসদ নির্বাচনের আগেই গণভোট অনুষ্ঠিত হোক। এই রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো কোনো সমঝোতা হয়নি।
মঙ্গলবার (১৪ অক্টোবর) ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, "গণভোটের ব্যাপারে নির্বাচন কমিশনে এখনো পর্যন্ত কোনো কিছু উপস্থাপিত হয়নি। যেটা উপস্থাপিত হয়নি, সে বিষয়ে কথা বলার সুযোগই নেই।" এর আগে সোমবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে জামায়াতের একটি প্রতিনিধিদল জাতীয় নির্বাচনের আগেই গণভোট করার দাবি জানিয়েছিল।
গণভোট নিয়ে ইসির 'ভাবনা' জানতে চাইলে ইসি সচিব স্পষ্ট করে বলেন, "এটির ব্যাপারে আমার কোনো বাড়তি মন্তব্য দেওয়ার সুযোগ নেই। অনেকেই অনেক কথা বলেন, আপনারাও জানতে চান। যখন নির্বাচন কমিশন কোনো ব্যাপারে সিদ্ধান্ত নেয় তখন জানানো হয়। গণভোটের ব্যাপারেও একই কথা- যতক্ষণ না (সরকারের পক্ষ থেকে) ইসিকে কিছু বলা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এ বিষয়ে আমাদের কোনো কিছু বলার নেই।"
আখতার আহমেদ আরও বলেন, ইসি মূলত নির্বাচন ব্যবস্থাপনা করে থাকে এবং সিদ্ধান্ত প্রাসঙ্গিকভাবে অন্য জায়গা থেকে আসে। গণভোট জাতীয় সংসদ নির্বাচন থেকে আলাদা। তিনি বিশ্বাস করেন যে, গণভোটের ব্যাপারে সরকার সিদ্ধান্ত দেওয়ার আগে নিশ্চয়ই নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করবে। "এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি, এ নিয়ে অনুমানের ওপর কথা বলাটা আমি মনে করি সমীচীন না," তিনি যোগ করেন।
ইসি সচিব পুনরায় জোর দিয়ে বলেন, "গণভোট হবে কি হবে না, কখন হবে বা আদৌ হবে কি না—এ ব্যাপারে নির্বাচন কমিশনে এখনো পর্যন্ত কোনো বিষয় উপস্থাপিত হয়নি। যেটা উপস্থাপিত হয়নি, সে বিষয়ে কথা বলার সুযোগই আমার নেই।"
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আফগানিস্তান, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশে বনাম হংকং, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- আজ বাংলাদেশ বনাম হংকং ফুটবল ম্যাচ: কখন, কোথায় ও কিভাবে লাইভ দেখবেন
- বাংলাদেশে বনাম আফগানিস্তান,খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বিশ্বের সবচেয়ে দুর্বল শেয়ারবাজারের খেতাব পেল বাংলাদেশ!
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজারে সাড়ে ৬ হাজার কোটি টাকার নতুন তদন্তে বিএসইসি
- বিনিয়োগকারীদের স্বস্তি ফেরাবে বিএসইসি’র নতুন নিয়ম
- বাংলাদেশ বনাম আফগানিস্তান,ফ্রিতে দেখবেন যেভাবে
- ডিভিডেন্ড ঘোষণায় রেকর্ড ভাঙ্গল লঙ্কাবাংলা ফাইন্যান্স!
- সরকারের বড় পদক্ষেপ: বন্ধ হচ্ছে ৯ লিজিং কোম্পানি
- মার্জারের দুই ব্যাংকে ফেঁসে গেল প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও
- মিউচুয়াল ফান্ডে আসছে বড় সংস্কার, খসড়া বিধিমালা প্রকাশ
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত তিন কোম্পানি