ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২
শাহবাগ ব্লকেড-যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি শিক্ষকদের
হাসান মাহমুদ ফারাবী
সিনিয়র রিপোর্টার
নিজস্ব প্রতিবেদক: এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বুধবার দুপুর ১২টার মধ্যে তিন দফা দাবি মেনে প্রজ্ঞাপন জারি না করলে শাহবাগ ব্লকেড ও যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন। সচিবালয়ে সরকারের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর মঙ্গলবার রাত ৮টার দিকে হাইকোর্টের সামনে অবস্থানরত শিক্ষক সমাবেশে এসে এ ঘোষণা দেন তিনি।
দেলাওয়ার হোসেন আজিজী ঘোষণা দেন, আগামীকাল (বুধবার) দুপুর ১২টার মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে শাহবাগ মোড় অবরোধ করা হবে।
কেন্দ্রীয় শহীদ মিনারে রাতে অবস্থান করার ঘোষণাও দেন তারা। সেইসঙ্গে তারা হুঁশিয়ারি দেন যদি শান্তিপূর্ণ আন্দোলনে বাধা দেওয়া হয় তাহলে পরিস্থিতির জন্য পুলিশকে দায়ী থাকতে হবে।
মূল দাবি ও হুঁশিয়ারি:
সহযোগিতা দুর্বলতা নয়: আজিজী বলেন, আজ সচিবালয় ঘেরাওয়ের সময় শিক্ষকদের জনস্রোত আটকের ক্ষমতা কারো ছিল না। কিন্তু শিক্ষকরা সরকার বেকায়দায় পড়ুক এমনটা চাননি বলে প্রশাসনকে সহযোগিতা করেছেন। এই সহযোগিতা দুর্বলতা ভাবলে সরকার 'বোকার স্বর্গে বাস করছে'।
খোলা আকাশের নিচে শিক্ষক: আন্দোলনরত শিক্ষকরা অভিযোগ করেন, তারা খোলা আকাশের নিচে খেয়ে না খেয়ে পড়ে আছেন, সময়মতো নামাজ পড়তে বা খেতে পারছেন না। ওয়াশরুম ও থাকার জায়গার অভাবে শিক্ষকদের 'রাজপথে রাতযাপন' করতে হচ্ছে। তিনি বলেন, সরকার যদি এই কষ্ট আরো দীর্ঘায়িত করে, তবে প্রশাসনকে সহযোগিতা অব্যাহত রাখা সম্ভব হবে না।
ঘোষিত কর্মসূচি (লাইন বাই লাইন):
রাতে শহীদ মিনারে অবস্থান: শিক্ষকরা এখন (বক্তব্যের পর) মিছিল সহকারে জাতীয় শহীদ মিনারে ফিরে যাবেন এবং সেখানে রাত্রিযাপন করবেন। আগামীকাল ঠিক ১২টায় শহীদ মিনার থেকে মিছিল শুরু করে শাহবাগ মোড়ে ব্লকেড কর্মসূচি পালিত হবে। এরপরও দাবি মানা না হলে, আন্দোলন 'যমুনা অভিমুখে মার্চ' সহ আরও কঠিন জাতীয় কর্মসূচিতে যেতে পারে।
শিক্ষা উপদেষ্টার তীব্র সমালোচনা ও পদত্যাগ দাবি:
শিক্ষক না খেয়ে, উপদেষ্টা আলিশান জীবন যাপন করছেন: আজিজী শিক্ষা উপদেষ্টার তীব্র সমালোচনা করে বলেন, কোটি কোটি শিক্ষার্থী পড়াশোনা থেকে বঞ্চিত হলেও তাঁর কোনো চিন্তা নেই। এত শিক্ষক না খেয়ে রাজপথে পড়ে আছেন, অথচ উপদেষ্টা 'আলিশানভাবে জীবন যাপন করছেন'।
পদত্যাগ দাবি: তিনি বলেন, আপনি (শিক্ষা উপদেষ্টা) ইতিমধ্যে প্রমাণ করেছেন আপনাকে অপদার্থ। আপনাকে ঠেলা দিলে আপনাদের পদত্যাগের আন্দোলনের দিকে যেতে হবে।
রাজপথে হামলার নিন্দা: আজিজী অভিযোগ করেন, শিক্ষকদের জাতীয় প্রেস ক্লাবে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে এবং এক শিক্ষককে পুলিশ বক্সের ভেতরে ঢুকিয়ে মারা হয়েছে। এই ব্যর্থতার জন্য শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করেন তিনি।
প্রশাসনের প্রতি সর্বশেষ বার্তা:
পুলিশকে প্রতিরোধ: দেলাওয়ার হোসেন পুলিশ বাহিনীর উদ্দেশে বলেন, এতদিন সহযোগিতা করা হয়েছে। আগামীকাল ব্লকেড কর্মসূচিতে কোনো বাধা তৈরি করা হলে শিক্ষক সমাজ সেই পুলিশ বাহিনীকে প্রতিরোধ করবে এবং কোনো শিক্ষকের গায়ে আঘাত এলে 'বিনা জবাবে ছেড়ে দেওয়া হবে না'। তিনি আরও বলেন, দ্রুত প্রজ্ঞাপন জারি করে শিক্ষকদের তাদের 'সন্তানতুল্য শিক্ষার্থীদের কাছে ফিরে যাওয়ার ব্যবস্থা' করে দেওয়ার অনুরোধ জানান।
শিক্ষকরা শপথ করেছেন, প্রজ্ঞাপন ছাড়া এই শহীদ মিনার থেকে তারা কোনো অবস্থাতেই ফিরে যাবেন না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- যে কারণে বাতিল হলো আজকের ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ
- মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত, এক ক্লিকেই জানুন ফলাফল
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ১ম টি-20: যেভাবে দেখবেন সরাসরি (LIVE)
- আজ আর্জেন্টিনা বনাম ব্রাজিলর ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- কিছুক্ষণের মধ্যেই মেডিকেল ভর্তির ফল প্রকাশ, জানবেন যেভাবে
- আগামীকাল ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ: কখন, কোথায়-সরাসরি দেখবেন যেভাবে
- লাতিন বাংলা সুপার কাপ: আর্জেন্টিনা বনাম ব্রাজিলের খেলা নিয়ে যে সিদ্ধান্ত এলো
- অনলাইনে যেভাবে দেখবেন ২০২৫-২৬ মেডিক্যাল ভর্তি পরীক্ষার ফল
- আজ দুপুরে মেডিকেল-ডেন্টাল ভর্তির ফল প্রকাশ, জানবেন যেভাবে
- সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি লটারি চলছে, সরাসরি (LIVE) দেখুন
- মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা শান্ত, জেনে নিন কাট মার্ক
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: কখন,কোথায়-যেভাবে দেখবেন টি-২০ ম্যাচটি
- বাংলাদেশ বনাম আফগানিস্তান: শ্বাসরুদ্ধকর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- IPL মিনি নিলাম ২০২৬: কবে, কখন, জানুন বাজেট-বিস্তারিত
- মিডল্যান্ড ব্যাংকের শেয়ার কারসাজিতে ৪.৫১ কোটি টাকা জরিমানা