ঢাকা, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২
দুর্নীতিবাজদের মনোনয়ন দেবেন না: দুদক চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের মনোনয়ন না দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. আব্দুল মোমেন। তিনি বলেন, “রাজনৈতিক দলগুলো দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের মনোনয়ন দেওয়ার কারণেই দেশে দুর্নীতি প্রতিরোধ কঠিন হয়ে পড়েছে। দলগুলো যদি এ বিষয়ে সচেতন হয়, তাহলে দুর্নীতি নির্মূল করা সম্ভব।”
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিক সংগঠন ‘রিপোর্টার্স এগেইনস্ট করাপশন (র্যাক)’ আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মশালার বিষয় ছিল ‘দুর্নীতি প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা’। এতে দুদকের মহাপরিচালক (প্রশাসন) আবু হেনা মোস্তফা জামান এবং র্যাক সভাপতি আলাউদ্দিন আরিফও বক্তব্য রাখেন।
বিকাল পর্যন্ত চলা এই কর্মশালায় দুদকের মহাপরিচালক (বিশেষ তদন্ত) মীর মো. জয়নুল আবেদীন শিবলী এবং মহাপরিচালক (প্রশিক্ষণ ও তথ্যপ্রযুক্তি) আব্দুল্লাহ আল জাহিদ দুদক আইন, বিধি, অনুসন্ধান ও মামলা কার্যক্রমের নানা দিক তুলে ধরেন।
নির্বাচন প্রসঙ্গে ড. মোমেন বলেন, “মনোনয়ন বেচাকেনা বন্ধ না হলে দুর্নীতি কমানো যাবে না। মনোনয়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে হবে। আমরা চাই, আগামী সংসদ নির্বাচনে সৎ ও যোগ্য ব্যক্তিরা নেতৃত্বে আসুন।”
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও অন্যান্য অপরাধীর মতোই বিচারের মুখোমুখি হতে হবে। আদালত যদি প্রক্রিয়াকে আরও সহজ করেন, তাহলে বিচার দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে।”
তিনি আরও জানান, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে ইন্টারপোলসহ সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থার সঙ্গে আলোচনা চলছে। “আমরা আশাবাদী, তাকে দ্রুতই ফিরিয়ে আনা যাবে,” বলেন দুদক চেয়ারম্যান।
ক্ষমতার প্রভাব সম্পর্কে তিনি স্বীকার করেন, “কখনও কখনও অনুসন্ধান ও তদন্তের গতি ক্ষমতার প্রভাবে ওঠানামা করে, এটা সত্য। তবে এখন আমাদের ওপর কোনো রাজনৈতিক চাপ নেই।”
পাচার হওয়া টাকা ফেরত আনার অগ্রগতি প্রসঙ্গে ড. মোমেন বলেন, “এ প্রক্রিয়া জটিল হলেও ব্রিটেনসহ কয়েকটি দেশের গোয়েন্দা সংস্থা আমাদের সহায়তা করছে। আশা করি, অন্তত কিছু অর্থ আমরা ফিরিয়ে আনতে সক্ষম হব।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আফগানিস্তান, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশে বনাম হংকং, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- আজ বাংলাদেশ বনাম হংকং ফুটবল ম্যাচ: কখন, কোথায় ও কিভাবে লাইভ দেখবেন
- বাংলাদেশে বনাম আফগানিস্তান,খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বিশ্বের সবচেয়ে দুর্বল শেয়ারবাজারের খেতাব পেল বাংলাদেশ!
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজারে সাড়ে ৬ হাজার কোটি টাকার নতুন তদন্তে বিএসইসি
- বিনিয়োগকারীদের স্বস্তি ফেরাবে বিএসইসি’র নতুন নিয়ম
- বাংলাদেশ বনাম আফগানিস্তান,ফ্রিতে দেখবেন যেভাবে
- সরকারের বড় পদক্ষেপ: বন্ধ হচ্ছে ৯ লিজিং কোম্পানি
- মার্জারের দুই ব্যাংকে ফেঁসে গেল প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও
- মিউচুয়াল ফান্ডে আসছে বড় সংস্কার, খসড়া বিধিমালা প্রকাশ
- রেকর্ড উচ্চতায় আট শেয়ার, বিনিয়োগকারীদের উচ্ছ্বাস
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত তিন কোম্পানি