ঢাকা, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২

আন্দোলনরত শিক্ষকদের মাঝে পানি বিতরণ করলেন ছাত্রদল নেতা

২০২৫ অক্টোবর ১৪ ১৭:০৬:২০

আন্দোলনরত শিক্ষকদের মাঝে পানি বিতরণ করলেন ছাত্রদল নেতা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকদের মাঝে পানি বিতরণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক মাহমুদ ইসলাম কাজল।

আজ মঙ্গলবার দুপুরে শহীদ মিনারে আন্দোলনরত শতাধিক শিক্ষকের মাঝে পানি বিতরণ করেন ছাত্রদলের এই নেতা।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা-শাকিকুল ইসলাম সাগর, আলহাজ্ব উদ্দীন, মো. জারিফ রহমান, মাহমুদুল হাসান হিমু, মেহেদী হাসান, তানভীর হোসেন, মো. রবিন খান এবং টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষার্থী মূসা, তূর্য সহ অনেকে।

শিক্ষকদের দাবির মধ্যে রয়েছে-সরকারি শিক্ষকদের সমমানের বেতন স্কেল, ইনক্রিমেন্ট ও ভাতা প্রদানে নিয়মিততা, অবসর সুবিধা বৃদ্ধি, পদোন্নতির সুযোগ ও শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ।

মাহমুদ ইসলাম কাজল বলেন, শিক্ষক সমাজ জাতির আলোকবর্তিকা। তাঁদের ন্যায্য দাবি বাস্তবায়ন রাষ্ট্রের দায়িত্ব।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত