ঢাকা, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি বন্ধ হবে কিনা জানালেন আজিজী
নিজস্ব প্রতিবেদক: এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী জানিয়েছেন, শিক্ষা ও অর্থ মন্ত্রণালয় যৌথভাবে সংবাদ সম্মেলন করে তাদের দাবিগুলো মেনে নিলে ‘মার্চ টু সচিবালয়’ স্থগিত রাখা হবে।
মঙ্গলবার দুপুর ২টা ৪০ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে এক ব্রিফিংয়ে তিনি বলেন, সর্বশেষ আমি প্রস্তাব দিয়েছি, যদি প্রশাসনের টেকনিক্যাল কারণে প্রজ্ঞাপন দিতে কিছু সময় লাগে। তবে শিক্ষা ও অর্থ মন্ত্রণালয় যৌথভাবে সংবাদ সম্মেলন করে ঘোষণার মাধ্যমে আমাদের দাবিগুলো মেনে নিলে আগামী দুই-তিন দিনের মধ্যে আমরা প্রজ্ঞাপন দেব। এই শর্ত পূরণ হলে সচিবালয়ের দিকে যাত্রা স্থগিত থাকবে, তবে শহীদ মিনারে আমাদের অবস্থান এবং সারা দেশের কর্মসূচি অব্যাহত থাকবে।
অধ্যক্ষ আজিজী জানান, প্রশাসনের পক্ষ থেকে বারবার যোগাযোগ করা হয়েছে এবং তাঁকে ‘মার্চ টু সচিবালয়’ সীমিত করার জন্য অনুরোধ করা হয়েছে। তিনি বলেন, হাসনাত আবদুল্লাহ আমাকে ফোন করেছেন। সবমিলিয়ে বিভিন্ন পর্যায়ে তারা আসছেন, কথা বলছেন, ফোনে অনুরোধ জানাচ্ছেন।
তিনি আরও বলেন, শিক্ষা উপদেষ্টার সঙ্গে আলাপের প্রস্তাবও তাঁকে দেওয়া হয়েছে। তবে অধ্যক্ষ আজিজী বলেন, শিক্ষকরা খোলা আকাশের নিচে জীবনের ঝুঁকি নিয়ে অবস্থান করছে, কিন্তু শিক্ষা উপদেষ্টা আলিশান জীবনযাপন করেন। দুদিন ধরে সারা দেশের ২৬ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের কোটি কোটি শিক্ষার্থী শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। সেই প্রেক্ষাপটে আমরা তাঁর সঙ্গে কোনো আলোচনা করব না।
অধ্যক্ষ আজিজী বলেন, আমরা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে চাই না। আমাদের একমাত্র উদ্দেশ্য প্রজ্ঞাপন। আমরা শান্তিপূর্ণভাবে প্রজ্ঞাপন পেতে চাই এবং এজন্য প্রশাসনকে সহযোগিতা করার অনুরোধ জানাই। বারবার সময় দিচ্ছি যাতে সমস্যা সমাধান হয়।
তিনি স্পষ্টভাবে বলেন, ৪টার মধ্যে যদি আমাদের জানানো না হয়, তবে আমার শিক্ষক কর্মচারী ভাইদের কেউ সচিবালয় অভিমুখে পদযাত্রা থেকে বিরত থাকতে বাধ্য হবেন না। তাই সবাইকে ধৈর্য ধরে অবস্থান রাখতে হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ব্রাজিলের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (Live)
- আজ বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ব্রাজিলের ম্যাচ: খেলাটি সরাসরি দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20: খেলাটি সরাসরি(LIVE) দেখুন এখানে
- আর্জেন্টিনা ও ব্রাজিলের মুখোমুখি বাংলাদেশ, জেনে নিন সময়সূচি
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শীতকালীন ছুটি বহাল থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে
- শেষ হলো বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ফাইনাল টি-২০ ম্যাচ: সরাসরি দেখুন এখানে(LIVE)
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20-সরাসরি দেখার উপায়
- বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচের প্রথমার্ধ শেষ, কে এগিয়ে?
- ঢাকায় ল্যাটিন-বাংলা সুপার কাপ, বাংলাদেশ-ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ কবে
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ৩য় টি-২০ ম্যাচটি শেষ, জানুন ফলাফল
- ঢাকা বোর্ডে এইচএসসির বৃত্তির তালিকা প্রকাশ, দেখুন তালিকা
- ঢাকায় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ, টিকিটসহ জেনে নিন বিস্তারিত