ঢাকা, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২

ভোজ্যতেলের দাম বাড়ায়নি সরকার: শেখ বশিরউদ্দীন

২০২৫ অক্টোবর ১৪ ১৪:১৫:৩২

ভোজ্যতেলের দাম বাড়ায়নি সরকার: শেখ বশিরউদ্দীন

নিজস্ব প্রতিবেদক: ভোজ্যতেলের দাম সরকার বাড়ায়নি বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজধানীর পূর্বাচলে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার ভোজ্যতেলের দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেয়নি।

এর আগের দিন সোমবার বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৬ টাকা, পাম তেলের দাম ১৩ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ৩ টাকা বাড়ানোর ঘোষণা দেন ব্যবসায়ীরা। বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।

তেলের দাম বাড়ানোর এই সিদ্ধান্ত আসে নতুন করে ব্যবসায়ীদের সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ের বৈঠকের পর। তবে ঠিক পরদিনই বাণিজ্য উপদেষ্টা জানালেন—সরকার এ বিষয়ে কোনো অনুমোদন দেয়নি।

এর আগে গত আগস্টে তেলের দাম নিয়ে সরকার ও ব্যবসায়ীদের মধ্যে টানাপোড়েন দেখা দেয়। ব্যবসায়ীরা প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১০ টাকা বাড়ানোর প্রস্তাব দিলেও বাণিজ্য মন্ত্রণালয় মাত্র এক টাকা বৃদ্ধির অনুমতি দিয়েছিল। এতে ব্যবসায়ীরা অসন্তুষ্ট হয়ে কোনো আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করেননি।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত