ঢাকা, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
শেষ হচ্ছে হজ নিবন্ধনের সময়সীমা, কোটা পূরণে ঘাটতি
নিজস্ব প্রতিবেদক: আগামী বছর হজে যেতে হজযাত্রী নিবন্ধনের সময় আজ রোববার (১২ অক্টোবর) রাত ১২টায় শেষ হচ্ছে। তবে এখনো কোটার তিনভাগের একভাগ হজযাত্রীও নিবন্ধন করেননি, যা ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। নিবন্ধনের সময় বাড়বে কি না, তা সোমবার (১৩ অক্টোবর) জানা যাবে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা। হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) ইতিমধ্যে নিবন্ধনের সময় আগামী ৫ নভেম্বর পর্যন্ত বাড়ানোর আবেদন জানিয়েছে।
ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, নিবন্ধন কবে শেষ হবে সেটি সৌদি আরবের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল। সৌদির রোডম্যাপ অনুযায়ী আজ নিবন্ধনের সময় শেষ হচ্ছে। সৌদি সরকার সময় না বাড়ালে ধর্ম মন্ত্রণালয়ের কিছু করার নেই। তবে সময় বাড়ানোর জন্য সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আলাপ-আলোচনা চলছে এবং তাদের অনুমতি পাওয়া গেলেই ধর্ম মন্ত্রণালয় সময় বাড়ানোর ঘোষণা দেবে।
হজ পোর্টালের সর্বশেষ তথ্য অনুযায়ী, রোববার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত মোট ৩৭ হাজার ৮১০ জন হজযাত্রী প্রাথমিক নিবন্ধন করেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৬৭২ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৩৪ হাজার ১৩৮ জন। চলতি বছর বাংলাদেশের হজের কোটা এক লাখ ২৭ হাজার ১৯৮ জন। এই পরিসংখ্যান অনুযায়ী, এখন পর্যন্ত কোটার এক-তৃতীয়াংশ হজযাত্রীও নিবন্ধন করেননি।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে।
ধর্ম মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আয়াতুল ইসলাম জাগো নিউজকে বলেন, হজযাত্রী নিবন্ধনের সময় বাড়ানোর বিষয়টি সৌদি আরবের ওপর নির্ভর করছে। তাদের কাছ থেকে সময় বাড়ানোর বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি, তাই এখনই কিছু বলা যাচ্ছে না। নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানান, তারা মনেপ্রাণে নিবন্ধনের সময় বাড়াতে চান এবং সৌদি সরকারের কাছে এ বিষয়ে আবেদন করা আছে।
ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন চট্টগ্রামে রয়েছেন এবং রোববার রাতে ঢাকায় ফিরবেন। সময় বাড়ানো নিয়ে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আগামীকাল সোমবার মিটিং হবে। সোমবার দুপুর সাড়ে ১২টায় ধর্ম উপদেষ্টা একটি সংবাদ সম্মেলন ডেকেছেন, যেখানে হজ এজেন্সিগুলোর আটকে থাকা ৫০ কোটি টাকার কাছাকাছি অর্থ ফেরত আনার বিষয়ে জানাবেন। এর মধ্যে নিবন্ধনের সময় বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হলে সেটিও উপদেষ্টা জানাতে পারেন।
হাব মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার জানান, বাংলাদেশের প্রেক্ষাপটে হজযাত্রী নিবন্ধনের সময় আরও বাড়ানো প্রয়োজন, কারণ কোটা অনুযায়ী খুবই কম সংখ্যক হজযাত্রী নিবন্ধিত হয়েছেন। তারা ৫ নভেম্বর পর্যন্ত সময় বাড়ানোর আবেদন করেছেন এবং আশা করছেন মন্ত্রণালয় যথাযথ পদক্ষেপ নেবে।
উল্লেখ্য, গত ২৭ জুলাই থেকে সাড়ে তিন লাখ টাকা জমা দিয়ে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধন শুরু হয়। গত ২৮ সেপ্টেম্বর সরকারি এবং ৩০ সেপ্টেম্বর বেসরকারি ব্যবস্থাপনার হজ প্যাকেজ ঘোষণা করা হয়। উভয় ক্ষেত্রে তিনটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। প্রাথমিকভাবে নিবন্ধিত হজযাত্রীদের আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে প্যাকেজের বাকি টাকা পরিশোধ করতে হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ব্রাজিলের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (Live)
- আজ বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ব্রাজিলের ম্যাচ: খেলাটি সরাসরি দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20: খেলাটি সরাসরি(LIVE) দেখুন এখানে
- আর্জেন্টিনা ও ব্রাজিলের মুখোমুখি বাংলাদেশ, জেনে নিন সময়সূচি
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শীতকালীন ছুটি বহাল থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে
- শেষ হলো বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ফাইনাল টি-২০ ম্যাচ: সরাসরি দেখুন এখানে(LIVE)
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20-সরাসরি দেখার উপায়
- বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচের প্রথমার্ধ শেষ, কে এগিয়ে?
- ঢাকায় ল্যাটিন-বাংলা সুপার কাপ, বাংলাদেশ-ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ কবে
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ৩য় টি-২০ ম্যাচটি শেষ, জানুন ফলাফল
- ঢাকা বোর্ডে এইচএসসির বৃত্তির তালিকা প্রকাশ, দেখুন তালিকা
- ঢাকায় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ, টিকিটসহ জেনে নিন বিস্তারিত