ঢাকা, রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ২৬ আশ্বিন ১৪৩২

'সাংবাদিকদের 'অবারিত স্বাধীনতা' এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ'

২০২৫ অক্টোবর ১২ ০০:৩৬:৫০

'সাংবাদিকদের 'অবারিত স্বাধীনতা' এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ'

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব আজাদ মজুমদার বলেছেন যে, জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে সাংবাদিকতায় অভাবনীয় পরিবর্তন এসেছে এবং সাংবাদিকরা এখন 'অবারিত স্বাধীনতা' উপভোগ করছেন। তবে, এই স্বাধীনতাই বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়েছে, কারণ অনেকেই এই সুযোগ কীভাবে কাজে লাগাতে হবে তা বুঝে উঠতে পারছেন না।

শনিবার (১১ অক্টোবর) স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এসইউবি) জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ (জেসিএমএস) বিভাগের ৩৫ ও ৩৬ ব্যাচের নবীনবরণ অনুষ্ঠানে 'জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সাংবাদিকতা: সংকট ও সম্ভাবনা' শীর্ষক সেমিনারে প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।

আজাদ মজুমদার আরও উল্লেখ করেন, তথ্যপ্রযুক্তির বিকাশের সাথে সাথে মিথ্যা তথ্যও দ্রুত ছড়াচ্ছে। তার মতে, "যারা মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশনের বিরুদ্ধে লড়াই করে সত্য প্রতিষ্ঠা করতে পারবে, তারাই সাংবাদিকতায় টিকে থাকবে—অন্যরা হারিয়ে যাবে।"

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতার হোসেন খান। তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি সমাজ, রাষ্ট্র ও মানবতার প্রতি দায়বদ্ধতার এক মহৎ অঙ্গীকার। তিনি শিক্ষার্থীদের সততা, জ্ঞান ও প্রযুক্তি দক্ষতার সমন্বয়ে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেসিএমএস বিভাগের চেয়ারম্যান মো. সামসুল ইসলাম। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. আহমেদ হোসাইন এবং প্রক্টর শাহ রেজা এম. ফাহাদ হোসেন বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগের প্রভাষক তাসফিয়া নাহিয়ান হাফিজ।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত