ঢাকা, শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ২৬ আশ্বিন ১৪৩২

আগামীকাল রাজধানীতে মহাসমাবেশের ডাক

২০২৫ অক্টোবর ১১ ২০:৩৯:০৮

আগামীকাল রাজধানীতে মহাসমাবেশের ডাক

নিজস্ব প্রতিবেদক: ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও নিয়োগবঞ্চিতদের আন্দোলন নতুন গতি পাচ্ছে। নিজেদের দুটি দাবিতে ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছেন তারা। আগামীকাল রবিবার (১২ অক্টোবর) সকাল ১০টায় রাজধানীর শাহবাগে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

শনিবার (১১ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হলেও ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ পাননি ১৬ হাজার ২১৩ জন প্রার্থী। তাদের অভিযোগ সব শর্ত পূরণ করেও তারা নিয়োগ তালিকা থেকে বাদ পড়েছেন। তাই ন্যায্য দাবির পক্ষে এবার তারা রাস্তায় নামছেন।

সমাবেশ থেকে দুইটি মূল দাবি উত্থাপন করা হবে বলে জানানো হয়। দাবিগুলো হলো—

১️ ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত শূন্যপদ যুক্ত করে দ্রুত সময়ের মধ্যে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে ১৬ হাজার ২১৩ জনকে নিয়োগ দিতে হবে।

২️ নতুন নীতিমালা প্রণয়নের পূর্বে বিষয়ভিত্তিক বিশ্লেষণ ও প্রাতিষ্ঠানিক বাধা দূর করে প্রয়োজন অনুযায়ী শূন্যপদ সংযোজন করে সবাইকে নিয়োগ দিতে হবে।

নিয়োগবঞ্চিতদের মতে, দীর্ঘ প্রস্তুতি ও যোগ্যতা যাচাইয়ের পরও চূড়ান্ত পর্যায়ে সুপারিশ না পাওয়া তাদের প্রতি অবিচার। তাই দাবি না মানা পর্যন্ত তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত