ঢাকা, শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ২৬ আশ্বিন ১৪৩২
গাজা অভিযানে আটক শহিদুল আলম দেশে ফিরলেন

নিজস্ব প্রতিবেদক: বিশিষ্ট আলোকচিত্রী ও নাগরিক অধিকারকর্মী শহিদুল আলম অবশেষে দেশে ফিরেছেন ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়ে। শনিবার (১১ অক্টোবর) ভোর ৪টা ৫৫ মিনিটে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। দীর্ঘ কয়েকদিন ইসরায়েলে আটক থাকার পর নিজ মাতৃভূমিতে ফিরে আসায় বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা।
এর আগে, শুক্রবার (১০ অক্টোবর) স্থানীয় সময় দুপুর ২টা ২৫ মিনিটে (বাংলাদেশ সময় বিকেল ৫টা ২৫ মিনিট) ইসরায়েল থেকে ইস্তাম্বুলে পৌঁছান শহিদুল আলম। ইস্তাম্বুল বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশের কনসাল জেনারেল মো. মিজানুর রহমান। পরে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে তিনি টার্কিশ এয়ারলাইন্সের আরেকটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।
ভোর সোয়া ৫টার দিকে শাহজালাল বিমানবন্দরের ভিআইপি গেট দিয়ে বের হওয়ার সময় শহিদুল আলমকে ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করেন উপস্থিত অনুরাগীরা।
আলোকচিত্রী শহিদুল আলম স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠান দৃক এর ব্যবস্থাপনা পরিচালক এবং নাগরিক অধিকার আন্দোলনের একজন দৃঢ় কণ্ঠস্বর। গাজা অভিমুখী মানবিক নৌবহর ‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন’ এ অংশ নিতে গিয়ে গত বুধবার ইসরায়েলি বাহিনীর হাতে আটক হন তিনি।
ফিলিস্তিনে ইসরায়েলি নিপীড়ন বন্ধ ও গাজার অবরোধ ভাঙার আহ্বান জানিয়ে বিশ্বব্যাপী গঠিত এই নৌবহরে রাজনীতিক, সাংবাদিক, চিকিৎসক ও মানবাধিকার কর্মীরা অংশ নেন। আটটি নৌযান নিয়ে ‘থাউজেন্ড ম্যাডলিনস টু গাজা’ উদ্যোগও এতে যুক্ত হয়। মোট নয়টি জাহাজের এই বহরে যোগ দিয়েছিলেন শহিদুল আলমও।
ইসরায়েলি বাহিনী ওই বহরে আক্রমণ চালিয়ে সকল নাবিক ও অধিকারকর্মীকে আটক করে নিয়ে যায়। পরবর্তীতে শহিদুল আলমসহ অনেককে কেৎজিয়েত কারাগারে রাখা হয়।
বাংলাদেশ সরকার তার মুক্তির জন্য শুরু থেকেই সক্রিয় ছিল। জর্ডান, মিসর ও তুরস্কের মাধ্যমে কূটনৈতিক প্রচেষ্টার ফলেই অবশেষে মুক্তি পান আলোকচিত্রী শহিদুল আলম এবং দেশে ফিরতে সক্ষম হন তিনি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশে বনাম হংকং, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- আজ বাংলাদেশ বনাম হংকং ফুটবল ম্যাচ: কখন, কোথায় ও কিভাবে লাইভ দেখবেন
- বাংলাদেশে বনাম আফগানিস্তান,খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজারে শৃঙ্খলা ফেরাতে বিএসইসি চেয়ারম্যানের যুগান্তকারী ঘোষণা
- বাংলাদেশ বনাম ইংল্যান্ড, সরাসরি দেখবেন যেভাবে
- ‘জেড’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে ফিরেছে তালিকাভুক্ত কোম্পানি
- ডুবছে ওষুধের দুই কোম্পানি, বিনিয়োকারীদের কপালে চিন্তার ভাজ
- বিশ্বের সবচেয়ে দুর্বল শেয়ারবাজারের খেতাব পেল বাংলাদেশ!
- সাত কোম্পানির শেয়ারে কারসাজির গন্ধ!
- ঢাবি শিক্ষার্থীদের বৃত্তি দেবে জাপান, আবেদন করবেন যেভাবে
- শেয়ারবাজারের কোম্পানিতে কারসাজির গন্ধ! তদন্তে নেমেছে বিএসইসি
- উৎপাদন বন্ধ চার কোম্পানির শেয়ার নিয়ে সতর্কতা জারি
- জেডে নেমে তিন শেয়ারের ধস, বিনিয়োগকারীদের নিঃস্ব হওয়ার শঙ্কা
- বিনিয়োগকারীদের সুরক্ষায় বিএসইসির বড় পদক্ষেপ, আসছে নতুন নিয়ম
- মশিউর সিকিউরিটিজের গ্রাহকদের জন্য জরুরি নির্দেশনা