ঢাকা, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
গাজা অভিযানে আটক শহিদুল আলম দেশে ফিরলেন
নিজস্ব প্রতিবেদক: বিশিষ্ট আলোকচিত্রী ও নাগরিক অধিকারকর্মী শহিদুল আলম অবশেষে দেশে ফিরেছেন ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়ে। শনিবার (১১ অক্টোবর) ভোর ৪টা ৫৫ মিনিটে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। দীর্ঘ কয়েকদিন ইসরায়েলে আটক থাকার পর নিজ মাতৃভূমিতে ফিরে আসায় বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা।
এর আগে, শুক্রবার (১০ অক্টোবর) স্থানীয় সময় দুপুর ২টা ২৫ মিনিটে (বাংলাদেশ সময় বিকেল ৫টা ২৫ মিনিট) ইসরায়েল থেকে ইস্তাম্বুলে পৌঁছান শহিদুল আলম। ইস্তাম্বুল বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশের কনসাল জেনারেল মো. মিজানুর রহমান। পরে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে তিনি টার্কিশ এয়ারলাইন্সের আরেকটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।
ভোর সোয়া ৫টার দিকে শাহজালাল বিমানবন্দরের ভিআইপি গেট দিয়ে বের হওয়ার সময় শহিদুল আলমকে ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করেন উপস্থিত অনুরাগীরা।
আলোকচিত্রী শহিদুল আলম স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠান দৃক এর ব্যবস্থাপনা পরিচালক এবং নাগরিক অধিকার আন্দোলনের একজন দৃঢ় কণ্ঠস্বর। গাজা অভিমুখী মানবিক নৌবহর ‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন’ এ অংশ নিতে গিয়ে গত বুধবার ইসরায়েলি বাহিনীর হাতে আটক হন তিনি।
ফিলিস্তিনে ইসরায়েলি নিপীড়ন বন্ধ ও গাজার অবরোধ ভাঙার আহ্বান জানিয়ে বিশ্বব্যাপী গঠিত এই নৌবহরে রাজনীতিক, সাংবাদিক, চিকিৎসক ও মানবাধিকার কর্মীরা অংশ নেন। আটটি নৌযান নিয়ে ‘থাউজেন্ড ম্যাডলিনস টু গাজা’ উদ্যোগও এতে যুক্ত হয়। মোট নয়টি জাহাজের এই বহরে যোগ দিয়েছিলেন শহিদুল আলমও।
ইসরায়েলি বাহিনী ওই বহরে আক্রমণ চালিয়ে সকল নাবিক ও অধিকারকর্মীকে আটক করে নিয়ে যায়। পরবর্তীতে শহিদুল আলমসহ অনেককে কেৎজিয়েত কারাগারে রাখা হয়।
বাংলাদেশ সরকার তার মুক্তির জন্য শুরু থেকেই সক্রিয় ছিল। জর্ডান, মিসর ও তুরস্কের মাধ্যমে কূটনৈতিক প্রচেষ্টার ফলেই অবশেষে মুক্তি পান আলোকচিত্রী শহিদুল আলম এবং দেশে ফিরতে সক্ষম হন তিনি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20: খেলাটি সরাসরি(LIVE) দেখুন এখানে
- আজ বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- আর্জেন্টিনা ও ব্রাজিলের মুখোমুখি বাংলাদেশ, জেনে নিন সময়সূচি
- শীতকালীন ছুটি বহাল থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় টি-টোয়েন্টি: কবে, কোথায়, কখন-দেখুন সময়সূচি
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ফাইনাল টি-২০ ম্যাচ: সরাসরি দেখুন এখানে(LIVE)
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20-সরাসরি দেখার উপায়
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ৩য় টি-২০ ম্যাচটি শেষ, জানুন ফলাফল
- ভূমিকম্প: আবারও ৪.২ মাত্রার কম্পন
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ৩য় ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- ঢাকা বোর্ডে এইচএসসির বৃত্তির তালিকা প্রকাশ, দেখুন তালিকা
- ঢাকায় ল্যাটিন-বাংলা সুপার কাপ, বাংলাদেশ-ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ কবে
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ব্যাটিংয়ে টাইগাররা-সামনে চ্যালেঞ্জিং স্কোর-LIVE
- ভয়াবহ ভূমিকম্প: কম্পন ৬ মাত্রার