ঢাকা, শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩২
উপদেষ্টা ফারুকে
'মুসলমানরা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে, এটাই বাংলাদেশের স্পিরিট'
ডুয়া নিউজ: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, ৫ আগস্টের পর ১৫-২০ দিন কোনও পুলিশি কার্যক্রম চোখে পড়েনি, ওই সময় মুসলমানরা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছিলেন। তিনি বলেন, ‘‘এটাই বাংলাদেশ, এটাই বাংলাদেশের স্পিরিট।’’
আজ শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের ময়ূরপঙ্খী লোকজ মঞ্চে মেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘‘আমরা প্রত্যেকের পাশে দাঁড়াবো, আর সেটা কার ধর্মীয় পরিচয় বা অন্য পরিচয় যাই হোক, সেটা বিবেচনা করব না। সরকারেরও এটাই দর্শন—সব ধর্ম-বর্ণের মানুষ একে অপরের পাশে থাকবে। তবে সাংস্কৃতিক প্রোগ্রামের সময় কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, সেগুলি অস্বীকার করা যাচ্ছে না। এসব বিষয়ে সরকার নির্দিষ্ট নির্দেশনা দিয়েছে। বাংলাদেশ বৈচিত্র্যের দেশ, এবং বৈচিত্র্য রক্ষায় সরকার কাজ করে যাবে। এ কারণে পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।’’
তিনি করেন, ‘‘একটি জাতি তার অগ্রগতি পরিমাপ করতে গেলে পেছনের পথও খেয়াল রাখতে হয়। এই কাজটি করে যাচ্ছে লোকজ ও কারুশিল্প ফাউন্ডেশন। এই মেলা আমাদের স্মরণ করিয়ে দেয়, আমরা কোথা থেকে এসেছি।’’
সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা বলেন, ‘‘আমরা এখানে নতুন এসেছি এবং প্রথমেই বুঝতে পারছি, প্রবেশ সড়ক সরু হওয়ায় মানুষের সমস্যা হচ্ছে। তবে আজই এই সমস্যা সমাধান করা সম্ভব নয়, কিন্তু এটি চিহ্নিত করা হয়েছে এবং কাজ শুরু হবে।’’
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুল রহমান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার প্রমুখ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে বিডি থাই ফুড
- ইপিএস প্রকাশ করেছে কনফিডেন্স সিমেন্ট
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে সোনালী পেপার
- ইপিএস প্রকাশ করেছে ইজেনারেশন
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
- নতুন জাতীয় দৈনিকে ক্যারিয়ার গড়ার বড় সুযোগ