ঢাকা, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২
ফেব্রুয়ারির মধ্যে ভোট না হলে দেশে অস্থিতিশীলতা বাড়বে: শামসুজ্জামান দুদু

নিজস্ব প্রতিবেদক :আগামী ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন না হলে দেশে ভয়াবহ রাজনৈতিক পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, দেশবিরোধী শক্তি ও পার্শ্ববর্তী দেশের এক প্রভাবশালী গোষ্ঠী এখন ষড়যন্ত্রে লিপ্ত, যেখানে শেখ হাসিনা স্বৈরাচারী আশ্রয় নিচ্ছেন।
শুক্রবার (১০ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘ধর্ম, নীতি-নৈতিকতা, মূল্যবোধ ও দেশপ্রেমের চেয়ে ক্ষমতা বড় না হোক’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন।
দুদু বলেন, “সরকার প্রতিশ্রুতি দিয়েছে আগামী ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন হবে। আমরা চাই এই সময়ের মধ্যেই নির্বাচনের আয়োজন করা হোক। অন্যথায়, যে দেশবিরোধী ষড়যন্ত্র চলছে, তাতে দেশের স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে। পার্শ্ববর্তী দেশের কিছু প্রভাবশালী শক্তি এই অস্থিরতা টিকিয়ে রাখতে আগ্রহী।”
ভারতের ভূমিকার কঠোর সমালোচনা করে তিনি বলেন, “ভারত কখনোই বাংলাদেশের গণতন্ত্র বা স্বাধীনতার পক্ষে ছিল না। তারা নিজেদের স্বার্থ রক্ষার জন্য সবসময় বাংলাদেশকে ব্যবহার করেছে। এখন তারা বিশ্বজুড়ে প্রচার চালাচ্ছে যে সংখ্যালঘুদের ওপর নির্যাতন হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা। অনেক হিন্দু নাগরিক নিজেরাই সংবাদ সম্মেলন করে বলেছেন, এসব অভিযোগ সত্য নয়।”
ছাত্রদলের সাবেক সভাপতি দুদু বলেন, “শুধু মন্তব্য করলেই চলবে না, এখন কার্যকর পদক্ষেপ নিতে হবে। ছাত্র, তরুণ, কৃষক, শ্রমিক, পেশাজীবী—সব শ্রেণির মানুষ ও রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে।” তিনি আরও বলেন, “বিএনপি বা অন্য কোনো দল তাদের অবস্থান জানাবে, কিন্তু একটি বিষয়ের ওপর সবার ঐক্য থাকা জরুরি—তা হলো জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা।”
তিনি অভিযোগ করে বলেন, “গত তিনটি নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। ভোটের নামে তামাশা হয়েছে, অধিকার কেড়ে নেওয়া হয়েছে। তাই আসন্ন নির্বাচনটি হতে হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য।”
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ভিপি মো. মাইনুল ইসলাম তালুকদার (বাদল)। উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, তাঁতি দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ড. কাজী মনিরুজ্জামান মনির, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে. এম. রকিবুল ইসলাম রিপন, অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটন ও সংগঠনের সাধারণ সম্পাদক লায়ন মো. সুলাইমান প্রমুখ।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশে বনাম হংকং, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- আজ বাংলাদেশ বনাম হংকং ফুটবল ম্যাচ: কখন, কোথায় ও কিভাবে লাইভ দেখবেন
- বাংলাদেশে বনাম আফগানিস্তান,খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজারে শৃঙ্খলা ফেরাতে বিএসইসি চেয়ারম্যানের যুগান্তকারী ঘোষণা
- বাংলাদেশ বনাম ইংল্যান্ড, সরাসরি দেখবেন যেভাবে
- ‘জেড’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে ফিরেছে তালিকাভুক্ত কোম্পানি
- আফগানিস্তান বনাম বাংলাদেশ, সরাসরি দেখবেন যেভাবে
- ডুবছে ওষুধের দুই কোম্পানি, বিনিয়োকারীদের কপালে চিন্তার ভাজ
- সাত কোম্পানির শেয়ারে কারসাজির গন্ধ!
- RSI এলার্ট: ১০ শেয়ারে বিপদ সংকেত
- ঢাবি শিক্ষার্থীদের বৃত্তি দেবে জাপান, আবেদন করবেন যেভাবে
- শেয়ারবাজারের কোম্পানিতে কারসাজির গন্ধ! তদন্তে নেমেছে বিএসইসি
- উৎপাদন বন্ধ চার কোম্পানির শেয়ার নিয়ে সতর্কতা জারি
- জেডে নেমে তিন শেয়ারের ধস, বিনিয়োগকারীদের নিঃস্ব হওয়ার শঙ্কা
- মশিউর সিকিউরিটিজের গ্রাহকদের জন্য জরুরি নির্দেশনা