ঢাকা, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২
ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচনের লক্ষ্য সরকারের: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্য নির্ধারণ করেছে বর্তমান সরকার। তিনি বলেন, তার প্রশাসন একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের বিষয়ে অঙ্গীকারবদ্ধ।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত রোজি উইন্টারটনের সঙ্গে সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা এ প্রতিশ্রুতি দেন। বৈঠকে বিমানবন্দর ব্যবস্থাপনা, পরিচ্ছন্ন জ্বালানি, নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণসহ বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
অধ্যাপক ইউনূস বলেন, “গত ১৬ বছরে নির্বাচন ছিল প্রহসনের মতো। এবার আমরা এমন একটি নির্বাচনের আয়োজন করতে চাই, যা জনগণ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বিশ্বাসযোগ্য হবে।” তিনি আরও জানান, নির্বাচন সম্পন্ন হওয়ার পর তিনি নিজের পেশাগত জীবনে ফিরে যাবেন।
বৈঠকে ভুয়া তথ্য ও বিভ্রান্তি মোকাবিলায় সরকারের পদক্ষেপও তুলে ধরেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, “এই বৈশ্বিক সংকট মোকাবিলায় যুক্তরাজ্যের সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক সহযোগিতা ছাড়া এই চ্যালেঞ্জ কাটানো সম্ভব নয়।”
রোজি উইন্টারটন বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশ, কাস্টমস ও রাজস্ব ব্যবস্থায় সাম্প্রতিক সংস্কারের প্রশংসা করেন। তিনি শিক্ষা, বিমান পরিবহন ও পরিচ্ছন্ন জ্বালানি খাতে আরও গভীর সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি জাতিসংঘ সাধারণ পরিষদে ইউনূসের নেতৃত্ব এবং রাজনৈতিক অন্তর্ভুক্তির উদ্যোগেরও প্রশংসা করেন তিনি।
এছাড়া বৈঠকে যুক্তরাজ্য থেকে গবেষণা ও জরিপ জাহাজ এইচএমএস এন্টারপ্রাইজ এবং উপকূলীয় টহল জাহাজ কেনার বিষয়েও আলোচনা হয়। জানানো হয়, এইচএমএস এন্টারপ্রাইজ অধিগ্রহণ প্রক্রিয়া চলতি বছরের শেষ নাগাদ সম্পন্ন হতে পারে।
সাক্ষাতে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, ব্রিটিশ হাইকমিশনার সারা কুক, এসডিজি মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মোশারফ হোসেন উপস্থিত ছিলেন।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশে বনাম হংকং, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- আজ বাংলাদেশ বনাম হংকং ফুটবল ম্যাচ: কখন, কোথায় ও কিভাবে লাইভ দেখবেন
- বাংলাদেশে বনাম আফগানিস্তান,খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজারে শৃঙ্খলা ফেরাতে বিএসইসি চেয়ারম্যানের যুগান্তকারী ঘোষণা
- বাংলাদেশ বনাম ইংল্যান্ড, সরাসরি দেখবেন যেভাবে
- ‘জেড’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে ফিরেছে তালিকাভুক্ত কোম্পানি
- আফগানিস্তান বনাম বাংলাদেশ, সরাসরি দেখবেন যেভাবে
- ডুবছে ওষুধের দুই কোম্পানি, বিনিয়োকারীদের কপালে চিন্তার ভাজ
- সাত কোম্পানির শেয়ারে কারসাজির গন্ধ!
- RSI এলার্ট: ১০ শেয়ারে বিপদ সংকেত
- ঢাবি শিক্ষার্থীদের বৃত্তি দেবে জাপান, আবেদন করবেন যেভাবে
- শেয়ারবাজারের কোম্পানিতে কারসাজির গন্ধ! তদন্তে নেমেছে বিএসইসি
- উৎপাদন বন্ধ চার কোম্পানির শেয়ার নিয়ে সতর্কতা জারি
- জেডে নেমে তিন শেয়ারের ধস, বিনিয়োগকারীদের নিঃস্ব হওয়ার শঙ্কা
- মশিউর সিকিউরিটিজের গ্রাহকদের জন্য জরুরি নির্দেশনা