ঢাকা, বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২
সিন্ডিকেট ভাঙতে জেলা প্রশাসনের উদ্যোগে ‘জনতার বাজার’

ডুয়া নিউজ: ঢাকার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ বলেছেন, কৃষকের উৎপাদিত খাদ্যশস্য মধ্যস্বত্ব ভোগিদের মাধ্যমে কয়েক ধাপে হাত বদলের কারণে পণ্যের দাম বেড়ে যায় কয়েক গুণ। এসব কারণে মনোপলি সিন্ডিকেটের হাতে চলে গেছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ ও সিন্ডিকেট ভাঙতে ন্যায্যমূল্যের ‘জনতার বাজার’ স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে।
শনিবার (১৮ জানুয়ারি) ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে রাজধনীর কামরাঙ্গীরচর কুড়ার ঘাটে দ্বিতীয় 'জনতার বাজার' প্রতিষ্ঠার লক্ষ্যে মতবিনিময় সভা এসব কথা বলেন তিনি।
তানভীর আহমেদ বলেন, বর্তমান বাজারে সব জায়গায় নানা সিন্ডিকেট গড়ে উঠেছে, এগুলো কোনভাবেই র্নিমূল করা যাচ্ছে না। কিন্তু আমরা যে জনতার বাজার চালু করতে যাচ্ছি তা মনোপলি সিন্ডিকেটের উর্ধ্বে থাকবে। এখানে সরকারের কোন লাভ-ক্ষতি থাকবে না। ন্যায্য দামে নিত্যপ্রয়োজনীয় পণ্যগুলো সমাজের প্রান্তিক মানুষদের কাছে পৌঁছে দয়া হবে। সেই লক্ষ্যে বাজার মনিটরিংয়ের জন্য একটা টিম গঠন করা হবে। সেই বাজার থেকে মানুষ সরাসরি পণ্য কিনতে পারবেন।
তিনি জানান, ভোগান্তি কমাতে একটি সফটওয়্যার নির্মাণ করা হচ্ছে। যেখানে সারা দেশের পণ্যের দামসহ সবসময় এটি আপডেট থাকবে। ক্রেতারা বারকোড দিয়ে পণ্য কিনতে পারবেন। লাইন ধরতে হবে না। এই বাজারটি একটি স্মার্ট বাজার হবে।
তিনি আরও বলেন, জনতার বাজার আপনাদের বাজার। দলমত নির্বিশেষে সকলের উর্ধ্বে এটি। বাজারের মূল্য ও ব্যবস্থাপনায় কোন সমস্যা থাকলে ক্রেতারা অভিযোগ বক্সে অভিযোগ করতে পারবেন। এছাড়া বাজারেও একটি অভিযোগ বক্স থাকবে।
ঢাকা জেলা প্রশাসক বলেন, শহরের যেখানে নিম্ন আয়ের জনবহুল এলাকা রয়েছে আমরা সেখানেই এ বাজার স্থাপনের চেষ্টা করছি। অন্যান্য বাজারকে আমরা ধ্বংস করতে চাই না। তবে এখানে দাম কম থাকলে অন্যরা সিন্ডিকেট করে দাম বৃদ্ধির করার সাহস পাবে না।
ঢাকা জেলা প্রশাসকের উদ্যোগে ইতোমধ্যে মোহাম্মদপুরের বসিলায় একটি জনতার বাজার নির্মাণের কাজ চলছে। পর্যায়ক্রমে রাজধানীতে মোট ছয়টি বাজার স্থাপন করা হবে। সভায় উপস্থিত ছিলেন- কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকতা মো. শফিকুর রহমান, ঢাকা জেলার কৃষি কর্মকর্তা মুশফিক সুলতানা, ঢাকার ভোক্তা অধিদপ্তর কর্মকর্তা ফাহমিনা আক্তার সহ স্থানীয় বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন, ছাত্র প্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয়রা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারতে ঢাবির দুই ছাত্রীর ছবি নিয়ে তোলপাড়, ক্ষোভ
- শেয়ারবাজারে আসছে রাষ্ট্র ও বহুজাতিক ১৫ কোম্পানি
- ১১'শ শিক্ষার্থীকে বৃত্তি দিবে ঘুড্ডি ফাউন্ডেশন
- স্কয়ার ফার্মার বাজার মূলধনে নতুন মাইলফলক
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৭ প্রতিষ্ঠান
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- নতুন সিনেট সদস্য হলেন ঢাবির ৫ অধ্যাপক
- ‘এ’ ক্যাটাগরিতে ফিরেছে আর্থিক খাতের কোম্পানি
- বিকালে আসছে ১০ কোম্পানির ইপিএস
- ক্যাশ ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- সর্বোচ্চ উচ্চতায় ১৭ কোম্পানির শেয়ার
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ১২ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড-ইপিএস
- গেস্ট হাউজ থেকে সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহ উদ্ধার
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৯ কোম্পানি
- ‘মুজিব’স ব্লান্ডার্স’: নেপথ্যের ষড়যন্ত্র উন্মোচন