ঢাকা, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২

অধিকারের প্রশ্নে আপস হবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

২০২৫ অক্টোবর ০৯ ১৯:১০:৪৩

অধিকারের প্রশ্নে আপস হবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক: আমরা আজ প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক করেছি বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, আড়াই ঘণ্টার বৈঠকে সিইসি দুই ঘণ্টা নিশ্চুপ ছিলেন। এই দুই ঘণ্টা প্রধান নির্বাচন কমিশনার কোনো কথা বলেননি। তিনি সতর্ক করে বলেন, অধিকারের প্রশ্নে আপস হবে না।

বৃহস্পতিবার (০৯ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

নাসীরুদ্দীন বলেন, তাদের দাবি অনুযায়ী শাপলা প্রতীক প্রদানে আইনি বা রাজনৈতিক কোনো বাধা নেই। তবু নির্বাচন কমিশন এ বিষয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারেনি এবং তিনি বলছেন, অদৃশ্য শক্তির হাত কাজ করছে। তার কথায়, নির্বাচন কমিশনের সামনে এখন দুইটি বিকল্প বা এনসিপিকে শাপলা প্রতীক দেওয়া হবে, নয়তো ধান ও সোনালী আঁশ প্রতীকগুলো বাতিল করতে হবে।

এনসিপি কোনো অবস্থাতেই শাপলা ছাড়া নিবন্ধন গ্রহণ করবে না, বলেন নাসীরুদ্দীন। তিনি সতর্ক করে বলেন, যদি শাপলা নিয়ে এই বিতর্কের ফলে নির্বাচনী কার্যক্রম ব্যাহত হয়, তাতে অংশটুকু দায় নির্বাচন কমিশনের ওপরও পড়বে।

নাসীরুদ্দীন তাড়াতাড়ি জল সরাবে না এমন ইঙ্গিত দিয়ে আরও জানান, হবেই লড়াই শাপলা পাওয়ার জন্য গণতান্ত্রিক লড়াই চালিয়ে যাবো। শাপলা ছাড়া নিবন্ধনে যাবো না নিবন্ধন ছাড়া কীভাবে দল নির্বাচনে যাবে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত