ঢাকা, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২

সরকারের কার্যকলাপে হতাশ বাঁধন

২০২৫ অক্টোবর ০৯ ১৬:৩৯:১৭

সরকারের কার্যকলাপে হতাশ বাঁধন

বিনোদন ডেস্ক: বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র জনতার পাশে দাঁড়ানো এবং স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে প্রকাশ্যেই গলা চড়িয়েছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। স্বাধীন ও স্বপ্নময় নতুন বাংলাদেশ দেখতে তার কল্পনা ছিল, তবে অন্তর্বর্তী সরকারের এক বছরের অভিজ্ঞতা সেই স্বপ্নকে ক্ষয় করেছে। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি হতাশা প্রকাশ করেছেন।

বাঁধন বলেন, অন্তর্বর্তী সরকারের এক বছরে অর্জন ও ব্যর্থতা দুটি মিলিত হয়েছে। দেশে মব কালচার, নারীর প্রতি বিদ্বেষ, ভাস্কর্য ও স্থাপনা ধ্বংস—এই সবকিছুর কারণে তার স্বপ্ন ভেঙে গেছে। তিনি বলেন, "জুলাইয়ে যারা রাজপথে ছিলেন, তারা একেকজন আলাদা ইস্যুতে নেমেছিল। আমি চেয়েছিলাম সমতার বাংলাদেশ, মানুষের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হোক। কিন্তু বাস্তবতা দেখিয়েছে, আমাদের প্রত্যাশা অনেক বেশি ছিল। আমাদের দেশ দুর্নীতিগ্রস্ত, তাই ভালো কাজ করা সহজ নয়।

তিনি আরও যোগ করেন, মব কালচার, নারীর প্রতি বিদ্বেষ, স্থাপনা ও মাজার ভাঙা—সবই লজ্জাজনক। যে স্বপ্ন দেখেছিলাম, সেই সুযোগ হয়তো হারিয়েছি। সরকারের কার্যক্রমে আমি অত্যন্ত হতাশ ও বিব্রত।

ডানপন্থী রাজনীতির উত্থান ও নারীর প্রতি বৈষম্য প্রসঙ্গে বাঁধন বলেন, ডানপন্থী বলতে যারা এক্সট্রিমিস্ট বা এক বিষয়ে অন্ধবিশ্বাসী। হেফাজতে ইসলামসহ বিভিন্ন সাংগঠনিক ঘটনা আগেও ছিল, নারীর প্রতি অসম্মানও নতুন নয়। তবে এটি হঠাৎ আমাদের নজরে এসেছে। আমি একেবারেই এসব মেনে নিই না। আমি সম্পূর্ণ স্বাধীনতা চাই এবং প্রত্যেক মানুষের অধিকার নিশ্চিত করতে চাই। বিপ্লবের সেই আশাই আমাকে রাজপথে দাঁড় করিয়েছে।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত