ঢাকা, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২

প্রথমবারের মতো ভারত সফরে তালেবান পররাষ্ট্রমন্ত্রী

২০২৫ অক্টোবর ০৯ ১৩:৩৪:৫৮

প্রথমবারের মতো ভারত সফরে তালেবান পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বৃহস্পতিবার (৯ অক্টোবর) ভারতের সরকারি সফর শুরু করেছেন। ২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর এটি উচ্চপর্যায়ের কোনো তালেবান নেতার প্রথম ভারত সফর। এই সফর ভ্রমণ নিষেধাজ্ঞা সাময়িকভাবে প্রত্যাহার হওয়ায় সম্ভব হয়েছে।

সফরটি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে পাকিস্তান, কারণ এটি এমন এক সময় সংঘটিত হচ্ছে যখন ভারত তালেবান সরকারের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক গভীর করার চেষ্টা করছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রন্ধীর জয়সওয়াল জানান, মুত্তাকিকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক বিষয় নিয়ে গঠনমূলক আলোচনার প্রত্যাশা করা হচ্ছে।

মুত্তাকি চলতি বছরের জানুয়ারিতে দুবাইয়ে ভারতের শীর্ষ কূটনীতিক বিক্রম মিশ্র এর সঙ্গে বৈঠক করেন। এবার তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর এর সঙ্গে বৈঠক করবেন। দুই পক্ষ বৈঠকের বিস্তারিত এজেন্ডা প্রকাশ করেনি, তবে বিশ্লেষকদের মতে বাণিজ্য ও নিরাপত্তা বিষয়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে। ভারত এখনই তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে না।

আন্তর্জাতিক সংকট গোষ্ঠীর বিশ্লেষক প্রবীণ দোন্থি বলেন, ভারত চায় কাবুলে প্রভাব বাড়াতে, যাতে তারা চীন ও পাকিস্তানের মতো প্রতিদ্বন্দ্বীদের তুলনায় পিছিয়ে না পড়ে। মুত্তাকির সফরের আগে তিনি রাশিয়াতেও গেছেন, যা এখন পর্যন্ত একমাত্র দেশ যারা তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে।

সাবেক ভারতের রাষ্ট্রদূত রাকেশ সূদ জানান, ভারত তালেবানকে স্বীকৃতি দিতে তাড়াহুড়া করছে না। ভারতের দীর্ঘদিনের নীতি অনুযায়ী, তারা আফগান নাগরিকদের আশ্রয় দিয়েছে, যারা ২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর দেশ ত্যাগ করেন। ২০২৩ সালে নয়াদিল্লিতে আফগান দূতাবাস বন্ধ হলেও মুম্বাই ও হায়দরাবাদের কনস্যুলেট সীমিত কার্যক্রম চালাচ্ছে।

তালেবানের ইসলামি শাসননীতি ভারতের হিন্দু জাতীয়তাবাদী সরকারের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ না হলেও, নয়াদিল্লি সুযোগটি কাজে লাগাতে চায়। দক্ষিণ এশিয়ার প্রেক্ষাপটে ভারত-পাকিস্তান বৈরিতার মধ্যে এই কূটনৈতিক পদক্ষেপ ভারতের জন্য সুবিধাজনক। বিশ্লেষকরা মনে করছেন, মুত্তাকির সফর পাকিস্তানকে রুষ্ট করবে এবং ভারত আফগানিস্তানে নিজেদের প্রভাব আরও শক্তিশালী করতে পারবে, পাশাপাশি তালেবান ও পাকিস্তানের মধ্যে ফাটল তৈরি হবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত