ঢাকা, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫, ২৩ আশ্বিন ১৪৩২

চলে গেলেন নির্বাচন ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ

২০২৫ অক্টোবর ০৯ ০০:৪৫:৪৩

চলে গেলেন নির্বাচন ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার ও নির্বাচন বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। তার জামাতা লে. কর্নেল সারোয়ার জাহান এই তথ্য নিশ্চিত করেছেন।

তোফায়েল আহমেদের মরদেহ রাতেই চট্টগ্রামে নিয়ে যাওয়া হবে এবং বৃহস্পতিবার (৯ অক্টোবর) হাটহাজারী থানার ফতেহপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

তিনি অন্তর্বর্তী সরকার গঠিত নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ছিলেন। এছাড়াও, ২০০৬-২০০৭ সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার কর্তৃক গঠিত 'স্থানীয় সরকার কমিশনের'ও সদস্য হিসেবে তিনি কাজ করেছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক তোফায়েল আহমেদকে প্রধান করে গত ১৮ নভেম্বর স্থানীয় সংস্কার কমিশন গঠন করা হয়েছিল, যার লক্ষ্য ছিল স্থানীয় সরকারকে শক্তিশালী ও কার্যকর করার জন্য প্রয়োজনীয় সংস্কার প্রস্তাব প্রণয়ন করা। তার নেতৃত্বে সাত সদস্যের এই কমিশন গত ২০ এপ্রিল তাদের দুই খণ্ডের চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের হাতে তুলে দেয়।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত