ঢাকা, বুধবার, ৮ অক্টোবর ২০২৫, ২৩ আশ্বিন ১৪৩২

কোনো মিডিয়া বন্ধ হবে না: তথ্য উপদেষ্টা

২০২৫ অক্টোবর ০৮ ২০:১৬:২৮

কোনো মিডিয়া বন্ধ হবে না: তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: গত ১৫ বছরে রাজনৈতিক বিবেচনায় টেলিভিশন চ্যানেলের অনুমোদন দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। তিনি স্পষ্ট করে বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের নীতি হলো—কোনো মিডিয়া বন্ধ না করে, বরং বহুমতের আওয়াজকে জায়গা দেওয়া।

বুধবার (৮ অক্টোবর) সচিবালয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো)-এর নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

তিনি বলেন, গণমাধ্যম কমিশন ও সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন সরকারের অন্যতম অগ্রাধিকার। নির্বাচনের আগে এই আইন প্রণয়ন সম্পন্ন করতে চায় সরকার। এজন্য সংশ্লিষ্ট সকল পক্ষের মতামতের ভিত্তিতে আইন প্রণয়নের কাজ এগিয়ে নেওয়া হবে।

মিডিয়া মালিকদের প্রতি আহ্বান জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, আপনারা সরকার থেকে যেভাবে কর রেয়াতসহ বিভিন্ন সুবিধা পাচ্ছেন, সেভাবে সাংবাদিক ও কর্মীদেরও সুবিধা দিতে হবে।

চ্যানেল অনুমোদনের প্রক্রিয়া নিয়ে মাহফুজ আলম বলেন, গত ১৫ বছরে টেলিভিশন চ্যানেল অনুমোদনে রাজনৈতিক পক্ষপাত ছিল। এখন আমরা চাই, নতুন করে অনুমোদনের সময় যেন বহুস্বরের মিডিয়া জায়গা পায়। তিনি আরও বলেন, কোনো মিডিয়া বন্ধ করা হবে না। ফ্যাসিবাদবিরোধী কণ্ঠগুলোকেও মিডিয়ায় অন্তর্ভুক্ত করতে হবে।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত