ঢাকা, শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩২
তলানিতে বস্ত্র খাতের ৫ শেয়ার, দিশেহারা বিনিয়োগকারীরা
হাসান মাহমুদ ফারাবী
রিপোর্টার
হাসান মাহমুদ ফারাবী: শেয়ারবাজারে দীর্ঘদিন ধরেই বস্ত্র খাতকে সম্ভাবনাময় হিসেবে দেখা হতো। কিন্তু বাস্তবতা এখন একেবারেই ভিন্ন। খাতটির একের পর এক কোম্পানির শেয়ারদর নেমে এসেছে বছরের সর্বনিম্ন পর্যায়ে। বুধবার (৮ অক্টোবর) বস্ত্র খাতের ৫ কোম্পানি— আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি, ফ্যামিলি টেক্স, হামিদ ফেব্রিক্স, নিউলাইন ক্লথিং ও তুংহাই নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড—এর শেয়ার বছরের সবচেয়ে নিচের দামে লেনদেন হয়েছে। এতে বিনিয়োগকারীদের মধ্যে চরম হতাশা ও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানির শেয়ার আজ লেনদেন হয়েছে ৫ টাকা ২০ পয়সায়, যা বছরের সর্বনিম্ন। দিনশেষে এর ক্লোজিং দাঁড়ায় ৫ টাকা ৩০ পয়সায়— অথচ বছরের মধ্যে সর্বোচ্চ ছিল ৮ টাকা ৮০ পয়সা।
ফ্যামিলি টেক্সের শেয়ার লেনদেন হয়েছে ১ টাকা ৭০ পয়সায়, যা বছরের সবচেয়ে কম। দিনশেষে ক্লোজিং হয় ১ টাকা ৮০ পয়সায়, সর্বোচ্চ ছিল ৩ টাকা ৩০ পয়সা।
হামিদ ফেব্রিক্সের শেয়ারদর আজ নেমে এসেছে ৬ টাকা ৬০ পয়সায়, যা বছরের সর্বনিম্ন। ক্লোজিং হয়েছে ৬ টাকা ৭০ পয়সায়, অথচ একসময় এর দাম ছিল ১৪ টাকা ৩০ পয়সা।
নিউ লাইন ক্লথিংয়ের শেয়ার আজ লেনদেন হয়েছে ৪ টাকা ৭০ পয়সায়— বছরের মধ্যে এটিই সর্বনিম্ন। দিনশেষেও দাম অপরিবর্তিত থাকে, অথচ বছরের সর্বোচ্চ ছিল ২৬ টাকা।
তুংহাই নিটিংয়ের শেয়ার আজ নেমেছে ১ টাকা ৯০ পয়সায়, ক্লোজিং হয়েছে ২ টাকায়— বছরের মধ্যে সর্বোচ্চ ছিল ৩ টাকা ৭০ পয়সা।
বাজার বিশ্লেষকদের মতে, বস্ত্র খাতের এই ধারাবাহিক পতন বিনিয়োগকারীদের হতাশ করে তুলছে। এক সময় যেসব কোম্পানির শেয়ারে বিনিয়োগকারীরা ভবিষ্যতের স্বপ্ন দেখতেন, আজ সেগুলোই তাদের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। অনেক বিনিয়োগকারী বলছেন, দীর্ঘমেয়াদি ক্ষতি এড়াতে এখন তারা শুধু পুঁজির কিছুটা ফেরত পাওয়ার আশায় তাকিয়ে আছেন।
বিশ্লেষকরা মনে করছেন, এই খাতের কোম্পানিগুলোর দুর্বল আর্থিক অবস্থান, উৎপাদন সংকট ও ব্যবস্থাপনায় অনিশ্চয়তা বিনিয়োগকারীদের আস্থা হারাতে বাধ্য করেছে। বাজারে স্বচ্ছতা ফিরিয়ে আনা এবং এই কোম্পানিগুলোর পুনর্গঠন এখন সময়ের দাবি।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইপিএস প্রকাশ করেছে বিডি থাই ফুড
- ইপিএস প্রকাশ করেছে কনফিডেন্স সিমেন্ট
- ইপিএস প্রকাশ করেছে সোনালী পেপার
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে ইজেনারেশন
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে সাফকো স্পিনিং
- নতুন জাতীয় দৈনিকে ক্যারিয়ার গড়ার বড় সুযোগ
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- ইপিএস প্রকাশ করেছে ইন্দো-বাংলা ফার্মা
- ইপিএস প্রকাশ করেছে বার্জার পেইন্টস